হঠাৎ অবসরে আর্চার রোমান সানা

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৩ মার্চ ২০২৪ ১৪:০০; আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ ১৪:৩৫

ছবি: আর্চার রোমান সানা

জাতীয় দল থেকে অবসর নিয়েছেন বাংলাদেশের তারকা আর্চার রোমান সানা। সম্প্রতি আর্চারি ফেডারেশনের কাছে চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানান রোমান সানা।

প্যারা আর্চারিতে দুবাইয়ে অবস্থান করছেন বাংলাদেশ আর্চার ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। দুবাই থেকে তিনি জানান, ‘রোমান ব্যক্তিগত কারণে জাতীয় দলের হয়ে আর খেলতে চায় না। আমাদের বিষয়টি জানিয়েছে।’

রোমানের সঙ্গে ফেডারেশনের সঙ্গে দূরত্বের কারণেই কি এই অবসর জানতে চাইলে ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘এখানে মান অভিমানের কিছু নেই। সে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছে।’

পারফরম্যান্স ঘাটতির কারণে ইরাকে এশিয়ান কাপ আরচ্যারিতে দলে ছিলেন না। সম্প্রতি র‌্যাংকিং প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করেননি রোমান সানা। টঙ্গীর জাতীয় দলের আরচ্যারি ক্যাম্প থেকেও চলে গেছেন। রোমান সানা সতীর্থ আরচ্যারের সঙ্গে অসদাচারণের জন্য ফেডারেশন থেকে নিষিদ্ধ হয়েছিলেন। ফেডারেশন পরবর্তীতে তার শাস্তি প্রত্যাহার করায় জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আবার ফিরে আসেন রোমান। এশিয়ান গেমসেও ছিলেন তিনি।

এদিকে অবসরের কারণ জানতে চাইলে রোমানের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। জাতীয় দলের আর্চার রোমানের স্ত্রী দিয়া সিদ্দিকীও স্বামীর এই সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করেননি। জাতীয় দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। ফেডারেশন এই ব্যাপারে আনুষ্ঠানিক মন্তব্য বা সিদ্ধান্ত প্রদান করবে। এটি খেলোয়াড়ের ব্যক্তিগত ও ফেডারেশনের বিষয়।’

উল্লেখ্য, ২০২০ টোকিও অলিম্পিকে রোমান সানা নিজ যোগ্যতায় খেলেছিলেন। যা বাংলাদেশের জন্য বিশাল অর্জন ছিলো।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top