রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা এল ক্ল্যাসিকো আজ

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৪ ১৭:০১; আপডেট: ৪ মে ২০২৪ ০৮:০৩

- ছবি - ইন্টারনেট

রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা এল ক্ল্যাসিকো ফুটবল আজ মধ্যরাতে। স্প্যানিশ লা লিগায় মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী দল। রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত একটায় মাঠে গড়াবে ‘হাইভোল্টেজ’ ক্ল্যাসিকো ম্যাচটি।

এমনিতে লা লিগার শিরোপা নির্ধারণে রিয়াল-বার্সার এই লড়াইয়ের ভূমিকা কম। ৩১ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে মাদ্রিদ জায়ান্টরা। দুইয়ে থাকা বার্সার পয়েন্ট সম্যান ম্যাচে ৭০। গত সেপ্টেম্বরে লিগের ষষ্ঠ রাউন্ডে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৩-১'এ হারের পর লিগে খেলা ২৫ ম্যাচের ১৯টিতেই জিতেছে রিয়াল। কার্লো আনেসেলোত্তির দল বাকি ছয় ম্যাচ ড্র করেছে। জাভি হার্নান্দেসের বার্সেলোনা অবশ্য প্রথম পাঁচ ম্যাচে ছিলো নিজেদের ছায়া হয়ে।

গতবারের লিগ চ্যাম্পিয়নরা বেশির ভাগ সময় ছিলো পয়েন্ট টেবিলের তিন নম্বরে। জানুয়ারির শেষ সপ্তাহে জাভি ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়ার পর নাটকীয় মোড় দেখা দেয়। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে ৪-১'এ হারের আগ পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৩ ম্যাচে অপরাজিত ছিলো কাতালান জায়ান্টরা। রিয়ালের বিপক্ষে সব প্রতিযোগিতায় খেলা সবশেষ ১৮ অ্যাওয়ে ম্যাচের ১০টিতে জিতেছে তারা।

চলতি মৌসুমে সব হারানো বার্সার তাই আরেকটি এল ক্ল্যাসিকোয় চেষ্টা থাকবে জয় নিয়ে সমর্থকদের কিছুটা সান্ত্বনা দেওয়ার।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top