আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচে মেসি-দি মারিয়া, নেই দিবালা

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২১ মে ২০২৪ ১৫:৩১; আপডেট: ২৭ জুলাই ২০২৪ ০৬:০৫

- ছবি - ইন্টারনেট

কোপা আমেরিকার আগে দুটি প্রস্তুতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। দলে আছেন সবচেয়ে অভিজ্ঞ দুই তারকা লিওনেল মেসি ও আনহেল দি মারিয়া। তবে দলে জায়গা হয়নি তারকা ফরোয়ার্ড পাওলো দিবালার।

৯ জুন শিকাগোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর ও ১৪ জুন মেসিরা ওয়াশিংটন ডিসিতে খেলবেন গুয়েতেমালার বিপক্ষে। এজন্য সোমবার ২৯ সদস্যের দল ঘোষণা করেন স্কালোনি। প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স দেখেই হয়তো ২৬ সদস্যের পূর্ণ স্কোয়াড ঘোষণা করবেন আর্জেন্টাইন কোচ।

দলে চমক বলতে বিশ্বকাপজয়ী দলের সদস্য দিবালার না থাকা। এএস রোমার এই ফরোয়ার্ড ছাড়াও মার্শেই সেন্টার ব্যাক লিওনার্দো বালের্দির অন্তর্ভুক্তিও চমক দিয়েছে অনেককে।

আগামী ২০ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা। গ্রুপ ‘এ’তে তাদের অন্য দুই সঙ্গী পেরু ও চিলি।

আর্জেন্টিনা দল

গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি, জেরেনিমো রুলি, এমিলিয়ানো মার্তিনেজ।

ডিফেন্ডার: গনজালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, লিওনার্দো বালের্দি, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজ্জেয়া, লুকাস কুয়ার্তা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস আকুনা, নিকোলাস তালিয়াফিকো, ভ্যালেন্টিন বারকো।

মিডফিল্ডার: গিদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, এজেকুয়েল পালাসিওস, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, জিওভান্নি লো সেলসো।

ফরোয়ার্ড: আনহেল দি মারিয়া, ভ্যালেন্টিন কার্বনি, লিওনেল মেসি, আনহেল কোরেয়া, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেস, হুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্তিনেজ।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top