ভিনির জোড়া গোলে দাপুটে জয় ব্রাজিলের

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ২৯ জুন ২০২৪ ১০:৪১; আপডেট: ১ জুলাই ২০২৪ ১৮:০৭

ছবি: সংগৃহীত

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে নিজের কৌশল এবং ফুটবলারদের সক্ষমতার ওপর ভরসা রাখতে বলেছিলেন ব্রাজিলের কোচ দরিভার জুনিয়র। একই সঙ্গে অনেকটা আক্ষেপের সুরে বলেছিলেন একটা দল গড়ে উঠতে সময় লাগে।

লেস ভেগাসে প্যারাগুয়ের বিপক্ষে দুর্দান্ত টিম গেম খেলেছে ব্রাজিল। এতে এবারের আসরে প্রথম জয় পেয়েছে পাঁচবারের বর্তমান চ্যাম্পিয়নরা। কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে কোপা আমেরিকা কাপ শুরু করা সেলেসাওদের উপর চাপ ছিল অনেক।

দিনের আগের ম্যাচে কোস্টারিকাকে ৩-০ গোলে হারিয়ে ডি-গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে কলম্বিয়া। ফলে ব্রাজিলিয়ানদের উপর বেড়ে যায় সেই চাপ। তবে দুর্দান্ত দলগত পারফরম্যান্সে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে কোপার নয়বারের চ্যাম্পিয়নরা। এতে কোয়ার্টারের দৌড়ে বেশ ভালোভাবে টিকে রইল ব্রাজিল।

রিয়াল মাদ্রিদের জার্সিতে যতটা উজ্জ্বল, ব্রাজিলের হয়ে ততটাই রংহীন ভিনিসিয়ুস জুনিয়র। আগের ৩১ ম্যাচে জাতীয় দলের জার্সিতে তার গোল ছিল মাত্র তিনটি। এবারের কোপায় ব্রাজিলের জার্সিতে নিজের আসল রূপ দেখার কথা জানিয়েছিলেন।

প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে নষ্ট করেন একাধিক গোলের সুযোগ। এতে তাকে ঘিরে বাড়ে সমালোচনা। তবে প্যারাগুয়ের বিপক্ষে জোড়া গোল করে, জানান দিলেন ক্লাব কিংবা জাতীয় দল,সব জায়গাতে দুর্দান্ত তিনি।

সাভিনহো এবং লুকাস প্যাকুয়েতা করেন একটি করে গোল। প্যারাগুয়ের পক্ষে সান্ত্বনাসূচক গোলটি করেন ওমর আলদেত।

ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ব্রাজিল। দ্বিতীয় মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের প্রচেষ্টা আটকে যায় প্যারাগুয়ে রক্ষণে। কোপায় নিজেদের প্রথম গোলের লক্ষ্যে ম্যাচের ৬ মিনিটে জোয়াও গোমেজের দূরপাল্লার জোরালো শট চলে যায় পোস্টের ওপর দিয়ে।

ম্যাচের ১৫ মিনিটে প্রায় গোল পেতে যাচ্ছিল প্যারাগুয়ে। ডেমিয়ান বোবাদিলার শট মিলিতাওয়ের গায়ে লেগে দিক পরিবর্তন করে বল যাচ্ছিল ব্রাজিলের পোস্টে। ডানদিকে ঝাঁপিয়ে পড়ে সেই গোল বাঁচান গোলকিপার অ্যালিসন।

২৩ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে মার্কুইনহসের হেড চলে যায় পোস্টের ওপর দিয়ে। ২৯ মিনিটে ডি-বক্সে গণ্ডগোল পাকিয়ে ফেলেন ব্রাজিলিয়ানরা। ছোট্ট জায়গা পেয়ে পোস্টে শট নেন প্যারাগুয়ের মিডফিল্ডার ডামিয়ান বোবাডিলা। বল চলে যায় অ্যালিসনের হাতে।

ম্যাচের ৩১ মিনিটে গোলের সবচেয়ে বড় সুযোগ নষ্ট করে ব্রাজিল। ডি-বক্সে প্যারাগুয়ের মিডফিল্ডার অ্যাড্রিয়ান কিউবাস হ্যান্ডবল করলে পেনাল্টি পায় সেলেসাওরা। লুকাস প্যাকুয়েটা পেনাল্টি শট মারেন গোলপোস্টের বাইরে।

৩৫ মিনিটে দায়মোচন করেন প্যাকুয়েতা। এই অ্যাটাকিং মিডফিল্ডারের দারুণ অ্যাসিস্টে অনেকটা ফাঁকা জায়গা বল পেয়ে ডান পায়ের শটে এবারের কোপায় ব্রাজিলের হয়ে প্রথম গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র।

৪৩ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করে রাফিনিয়ার পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া সাভিনহো। বাঁ-প্রান্তে রদ্রিগোর শট প্যারাগুয়ের গোলকিপার গায়ে লেগে বল চলে যায় ডান প্রান্তে ফাঁকায় দাঁড়িয়ে থাকা সাভিনহো’র কাছে। ফাঁকা পোস্টে গোল করতে ভুল করেননি তিনি।

প্রথমার্ধের যোগ করার সময়ে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন ভিনিসিয়ুস জুনিয়র।

দ্বিতীয়ার্ধে ভিন্ন চেহারায় প্যারাগুয়ে। ৪৮ মিনিটে বক্সের বাইরে থেকে ওমর আলদেতের শটে পরাস্ত হন অ্যালিসন। তবে এর ৩ মিনিট পর জুলিও এনসিসোর শট রুখে দিয়ে এবার ব্রাজিলকে রক্ষা করেন লিভারপুলের গোলকিপার।

৬৩ মিনিটে নিজেদের বক্সে দ্বিতীয়বারের মতো হ্যান্ডবল করে প্যারাগুয়ে। এতে আবারও পেনাল্টি পায় ব্রাজিল। হ্যাটট্রিকের সুযোগ পাওয়ার পরও পেনাল্টি শট নেননি ভিনিসিয়ুস জুনিয়র। এবার আর ভুল করেননি লুকাস প্যাকুয়েতা। ৪-১ গোলে এগিয়ে যায় ব্রাজিল।

৮১ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন প্যারাগুয়ের মিডফিল্ডার আন্দ্রেস কিউবাস। এতে বাকি সময় ১০ জন নিয়ে খেলে তারা। টানা দুই ম্যাচ হেরে কোপার চলতি আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় প্যারাগুয়ের।

দুই ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে ডি-গ্রুপের টেবিলের শীর্ষে কলম্বিয়া। একটি করে জয় আর ড্রতে চার পয়েন্ট নিয়ে দুইয়ে ব্রাজিল।

কলম্বিয়ার বিপক্ষে হার, ব্রাজিলের সঙ্গে ড্রতে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে কোস্টারিকা। আর টানা দুই হারে পয়েন্ট টেবিলের সবার নিচে প্যারাগুয়ে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিল খেলবে কলম্বিয়ার বিপক্ষে। সে ম্যাচের জয়ী দল হবে গ্রুপ সেরা। আর প্যারাগুয়েকে হারাতে পারলে শেষ আটে খেলার সুযোগ রয়েছে কোস্টারিকার। এ জন্য অবশ্য কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলকে হারতে হবে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top