করোনায় মা হারালেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২১ ০৪:১২; আপডেট: ১৮ মার্চ ২০২৫ ১৪:১৩
-2021-02-21-22-09-22.jpg)
মা হারালেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো। ২০২০ সালের শেষে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এই তারকার মা অবশেষে পরপারে পাড়ি দিলেন।
এমনটি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলো।
৭১ বছর বয়সে মৃত্যু হলো দোনা মিগুয়েলিনার। এর আগে তিনি গত ডিসেম্বরে কোভিড-১৯ পজিটিভ হয়ে নিজ শহর পোর্তো অ্যালেগ্রের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে গণমাধ্যম থেকে জানা যায়, শেষ সময়টুকু বেশ কষ্টে কেটেছিল তার।
এদিকে গত ১২ মাসই বেশ উথাল-পাতালের মধ্যে কেটেছে বার্সেলোনার সাবেক তারকা রোনালদিনহোর। জাল পাসপোর্ট দিয়ে প্যারাগুয়েতে প্রবেশ করায় করোনাকালীন প্রায় পুরোটা সময়ই তিনি সেই দেশটির জেলে ছিলেন। এবার মায়ের মৃত্যুর খবর শুনলেন ২০০২ সালে সেলেকাওদের হয়ে বিশ্বকাপ জেতা এই তারকা।
বিষয়: রোনালদিনহো কিংবদন্তি করোনা মা মৃত্যু
আপনার মূল্যবান মতামত দিন: