বিশ্বকাপে ভারতকে হারালেই ‘ব্ল্যাঙ্ক চেক’ পাবে পাকিস্তান

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২১ ১৩:৫৬; আপডেট: ১০ মে ২০২৪ ২১:৪১

পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা

ক্রিকেটের বাইশ গজে ভারত-পাকিস্তান মানেই বাড়তি উত্তেজনা। তবে এখন পর্যন্ত কোনো ফরম্যাটের বিশ্বকাপে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। আগামী ২৪ অক্টোবর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবেএই দুই দল। যথারীতি এই আসরেও ভারতকে হারানের স্বপ্ন দেখছে পাকিস্তান দল।

বাবর আজমদের জন্য সুখবর হলো, এবারের বিশ্বকাপে ভারতকে হারাতে পারলে মোটা অঙ্কের বিনিয়োগ পেতে পারে পাকিস্তান। এক বিনিয়োগকারী নাকি তাদের 'ব্ল্যাঙ্ক চেক' দেওয়ার ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা।

বৃহস্পতিবার আন্তঃপ্রাদেশিক সমন্বয় (আইপিসি) এর সিনেট স্থায়ী কমিটির সঙ্গে সভায় রমিজ রাজা বলেন, 'পিসিবির ৫০ শতাংশ খরচ চলে আইসিসির অর্থায়ন থেকে। আর আইসিসির ৯০ শতাংশ অর্থায়ন আসে ভারত থেকে। আমি ভয় পাচ্ছি, ভারত যদি আইসিসিকে অর্থায়ন বন্ধ করে দেয়, তাহলে পিসিবি মুখ থুবড়ে পড়তে পারে। কারণ, আইসিসিকে পিসিবি অর্থায়ন দেয় শূন্য শতাংশ। পাকিস্তান ক্রিকেটকে শক্তিশালী করতে আমি দৃঢ়প্রতিজ্ঞ।'
এরপরেই দেশের ক্রিকেটের জন্য সুসংবাদটা দেন পিসিবি প্রধান, 'এক বড় বিনিয়োগকারী আমাকে বলেছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান যদি ভারতকে হারাতে পারে, তাহলে পিসিবির জন্য একটি ব্ল্যাঙ্ক চেক প্রস্তুত আছে। আমাদের ক্রিকেট যদি আর্থিকভাবে শক্তিশালী হয়, তাহলে কেউ আমাদের ব্যবহার করতে পারবে না। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মতো দল সফর বাতিল করতে পারবে না। সেরা ক্রিকেট দল এবং সেরা ক্রিকেট অর্থনীতি দুটিই বড় চ্যালেঞ্জ।'

 



বিষয়: ক্রিকেট


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top