আর্চারিতে রোমানের সোনা জয়ের স্বপ্ন
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১০ মে ২০২২ ০২:৩৭; আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ০৮:৩০

অবশেষে তির-ধনুক হাতে জ্বলে উঠলেন রোমান সানা। ইরাকের সুলাইমানিয়াহ শহরে এশিয়া কাপ আর্চারির স্টেজ টুতে ছেলেদের রিকার্ভ এককে ফাইনালে উঠেছেন বাংলাদেশ আনসারের এই আর্চার।
এশিয়া কাপের সোনা জিততে মাত্র এক ম্যাচ দূরে বাংলাদেশের আর্চারির ‘পোস্টার বয়’। ফাইনালে রোমানের প্রতিপক্ষ ভারতের মৃণাল চৌহান। ১১ মে হবে এই ইভেন্টের ফাইনাল।
নিজের পারফরম্যান্স নিয়ে কয়েক মাস ধরেই হতাশায় ভুগছিলেন রোমান সানা। মার্চের শেষ সপ্তাহে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপে ছেলেদের রিকার্ভে একক ইভেন্টে কোয়ার্টার ফাইনালে হেরেছেন তরুণ আর্চার বিকেএসপির দশম শ্রেণির ছাত্র রাকিব মিয়ার কাছে।
এর আগে ১৪-১৯ মার্চে থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারির স্টেজ ওয়ানেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। রিকার্ভ এককে প্রি-কোয়ার্টার ফাইনালে হেরেছিলেন ইরানের রেজা শাবানির কাছে। আর গত এপ্রিলে তুরস্কের আনাতোলিয়া শহরে বিশ্বকাপ আর্চারির স্টেজ ওয়ানে দ্বিতীয় রাউন্ডেই বিদায় নেন তুরস্কের গুরকান মারাসের কাছে হেরে।
তবে ইরাকে রোমানের তির ঠিকই খুঁজে নিয়েছে নিশানা। আগের দিন রোমানের পারফরম্যান্সে রিকার্ভ দলগত ফাইনালে ওঠে বাংলাদেশ। এরপর আজ এককের ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় রাউন্ডে রোমান ৬-০ সেটে পয়েন্টে হারিয়ে দেন কুয়েতের ফয়সাল আল রাশিদিকে। প্রি-কোয়ার্টার ফাইনালে কাজাখস্তানের মাঘঝানভ ভ্লাদিশ্লাভকে হারিয়েছেন ৬-২ সেট পয়েন্টে।
এরপর কোয়ার্টার ফাইনালে রোমান মুখোমুখি হন বাংলাদেশেরই আরেক আর্চার হাকিম আহমেদের। পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে এবার হাকিমকে হারিয়ে দেন ৬-২ সেট পয়েন্টে।
সেমিফাইনালে রোমান জিতেছেন উজবেকিস্তানের সাদিকভ আমিরখানের বিপক্ষে ৬-০ সেট পয়েন্টে। রোমান সর্বশেষ এশিয়া কাপের ফাইনালে উঠেছিলেন ফিলিপাইনে ২০১৯ সালে। সেবার চীনের শি ঝেনকিকে হারিয়ে জিতেছিলেন সোনা।
রোমান আলো ছড়ালেও হতাশ করেছেন বাংলাদেশের অন্য আর্চাররা। পুরুষ বিভাগের রিকার্ভ এককের কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছেন আবদুর রহমান। টাইব্রেকারের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ৯-৮ সেট পয়েন্টে রহমানকে হারিয়ে দেন উজবেকিস্তানের সাদিকভ আমিরখান। এর আগে অবশ্য দ্বিতীয় রাউন্ডে রহমান ৬-০ সেট পয়েন্টে পাকিস্তানের মোহাম্মদ নোমান সাকিবকে, প্রি–কোয়ার্টার ফাইনালে ভারতের জুয়েল সরকারকে ৭-৩ সেট পয়েন্টে হারিয়ে দেন।
রোমান সানার কাছে হারের আগে দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছিলেন হাকিম আহমেদ। এই রাউন্ডে তিনি পাকিস্তানের মোহাম্মদ তৈয়বকে হারিয়ে দেন ৬-০ সেট পয়েন্টে। আর প্রি–কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তানের চেন ইয়ো ইউকে ৭-১ সেট পয়েন্টে হারান। মেয়েদের কম্পাউন্ড ইভেন্টের এককে অল্পের জন্য স্বর্ণপদকের মঞ্চে পৌঁছাতে পারেননি শ্যামলী রায় ও সুমা বিশ্বাস। ব্রোঞ্জপদকের লড়াইয়ে এই দুজন মুখোমুখি হবেন।
শ্যামলী আজ প্রি-কোয়ার্টার ফাইনালে ১৪০-১৩৩ পয়েন্টে হারিয়ে দেন বাংলাদেশের বন্যা আক্তারকে। এরপর কোয়ার্টার ফাইনালে ভারতের স্বামী অদিতি গোপীচাঁদকে ১৪৩-১৩৯ পয়েন্টে হারান। তবে সেমিফাইনালে শ্যামলী ১৪০-১৪৩ পয়েন্টে হেরে যান ভারতের সাক্ষী চৌধুরীর কাছে।
সুমা প্রি-কোয়ার্টার ফাইনালে ইরাকের ফাতিমা আলমাসধানিকে হারিয়ে দেন ১৪১-১৩৯ পয়েন্টে। কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে কাজাখস্তানের ঝেনবিনোভা আদেলকে হারিয়েছেন সুমা। এই রাউন্ডে দুজনেরই পয়েন্ট ছিল ১৪২।
কিন্তু শুট অফে জয় নিষ্পত্তিসূচক একটি মাত্র তিরে ১০ পয়েন্ট নেন সুমা। ৯ পয়েন্ট পেয়েছেন আদেল। সেমিফাইনালে এসে হতাশ করেন সুমা। ভারতের পারনিত কৌউরের কাছে হেরে যান ১৩৭-১৪৬ পয়েন্টের ব্যবধানে।
আপনার মূল্যবান মতামত দিন: