মিলার-ডুসেনের ব্যাটিং ঝড়, ৭ উইকেটে হারল ভারত

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১০ জুন ২০২২ ১৮:০৫; আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৫:০০

ছবি: সংগৃহিত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) তরতাজা স্মৃতি নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নেমে সিরিজের প্রথম ম্যাচেই হারল ভারত। আগে ব্যাট করে ২১১ রানের লক্ষ্য দিয়েও মিলার-ডুসেনের ব্যাটিং ঝড়ের কাছে ভারতকে হারতে হলো ৭ উইকেটে।

এদিন দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ১২০ বলে ২১১ রানের রেকর্ড টার্গেট দিয়েও পরাজয় মেনে নিতে হয় স্বাগতিকদের। এর ফলে সিরিজে ১-০ এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

তবে বড় লক্ষ্য টপকাতে দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালো হয়নি। অধিনায়ক টেম্বা বাভুমাকে ১০ রানে ফেরান ভুবনেশ্বর কুমার। ডোয়াইন প্রিটোরিয়াসকে ২৯ রানে ফেরান হার্ষাল প্যাটেল। এরপর কুইন্টন ডি ককও ফেরেন মাত্র ২২ রান করে। এরপর হাল ধরেন র‍্যাসি ভ্যান ডার দুসেন ও ডেভিড মিলার। মিলার ৬৪ ও দুসেন ৭১ রানে অপরাজিত থেকে ছাড়েন মাঠ।
এর আগে, ৪ উইকেটে ২১১ রান তুলে ফেলে ভারত। দক্ষিণ আফ্রিকার হয়ে ১টি করে উইকেট নেন কেষব মহারাজ, আনরিক নরকিয়া, ওয়েন পার্নেল ও ডোয়াইন প্রিটোরিয়াস।

ভারত: ২১১/৪ (ইশান কিষান-৭৬, হার্দিক-৩১*)
দক্ষিণ আফ্রিকা: ২১২/৩ (ডুসেন-৭৫*, মিলার-৬৪*)
৭ উইকেটে জয়ী দক্ষিণ আফ্রিকা




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top