৯০ দিন পর পৃথিবীতে ফিরলেন চীনের তিন নভোচারী

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২১ ০১:৪৭; আপডেট: ২৮ মার্চ ২০২৪ ২৩:০২

সংগৃহীত ছবি

এর আগে গত ১৭ জুন ওই তিন নভোচারী পৃথিবী ছাড়েন। এরপর থেকে তাঁরা ভূপৃষ্ঠের ৩৮০ কিলোমিটার উচ্চতায় চীনের মহাকাশ কেন্দ্রে অবস্থান করছিলেন। সেখানে তাঁরা নানা পরীক্ষা–নিরীক্ষা চালান। চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানায়, গত ৯০ দিনে নভোচারীরা মহাকাশে চালানো নানা পরীক্ষার তথ্য–উপাত্ত পৃথিবীতে পাঠিয়েছেন। এ ছাড়া অভিযানের অংশ হিসেবে মহাকাশে ঘণ্টাব্যাপী হেঁটেছেন তাঁরা।

চীনের অ্যারোস্পেস সায়েন্স ও ইন্ডাস্ট্রি করপোরেশনের বরাত দিয়ে নভোচারীদের অবস্থান করা তিয়ানহে কোর মডিউলের একটি বর্ণনা দিয়েছে গ্লোবাল টাইমস। সেখানে বলা হয়, মডিউলে প্রত্যেক নভোচারীর জন্য আলাদা বসবাসের স্থান রয়েছে। পাশাপাশি সেখানে রয়েছে জিমের ব্যবস্থা। জিমে রয়েছে বিশেষভাবে নকশা করা ট্রেডমিল ও বাইসাইকেল।

এদিকে চীনের এই অভিযানকে মহাকাশে দেশটির আরেকটি সফলতার উদারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কয়েক বছর ধরে মহাকাশ গবেষণায় বেশ অগ্রগতি হয়েছে দেশটির। ২০১৯ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদে মানুষবিহীন রোভার পাঠায় চীন।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top