রাবিতে আবাসিক হলের বাহিরেও থাকতে পারবে ভর্তিচ্ছুরা
রাবি প্রতিনিধি | প্রকাশিত: ২৩ জুলাই ২০২২ ০৯:২৫; আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১১:৫৭
-2022-07-22-23-23-38.jpg)
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করতে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য হলের পাশাপাশি হলের বাইরেও থাকার ব্যবস্থা করছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল প্রশাসন।
শুক্রবার (২২ জুলাই) বিকালে হলটির দক্ষিণ- পশ্চিম কোনে ফাঁকা জায়গায় প্যান্ডেল সাজিয়ে শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করছেন হল প্রশাসন।
হল প্রশাসন সূত্রে জানা যায়, এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু সংখ্যা বেশি হওয়ায় হল মসজিদ দ্বিতীয় তলা, হলের গেমস রুম, টিভি রুম, ডাইনিংয়ের একাংশ উন্মুক্ত রাখা হবে। এসব উন্মুক্ত রাখার পরও শিক্ষার্থীদের জায়গার সংকুলান না হাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। বিশ্ববিদ্যালয়ের বাহিরের থাকতে হলে অভিভাবকদের গুনতে হবে অতিরিক্ত টাকা। সব বিষয় বিবেচনা করে হলের বাইরে ফাঁকা জায়গায় প্যান্ডেল সাজিয়ে ছাউনি দিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করছেন হল প্রশাসন।
এ বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অনেক বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। সে বিষয়টি বিবেচনায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নে হল প্রশাসনের অর্থ ব্যয় করা হয়নি। আমরা হল প্রশাসনের পক্ষ থেকে এমন উদ্যোগের জন্য এনআরবিসি ব্যাংকের কাছে সহযোগিতা চেয়েছিলাম। প্রতিষ্ঠানটির সহযোগিতার প্রেক্ষিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তারাও সরাসরি সংযুক্ত থাকবেন এমন কর্মকান্ডে।
হল প্রাধ্যক্ষ আরও বলেন, ছাউনিটিতে ২০০ জন ভর্তিচ্ছু এবং অভিভাবক বৃষ্টির মাঝেও থাকতে পারবেন। ছাউনির ভেতরে ২০টি স্টেজ করা হবে। প্রতিটি স্টেজে ১০ জন করে রাখা হবে। ছাউনিতে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহযোগিতায় হলের ভেতরের ন্যায় বাতি, ফ্যান এবং সুপেয় পানিসহ সকল সুবিধা প্রদান করা হবে। দুপুরে বা রাতের খাবার ভর্তিচ্ছু এবং তাদের অভিভাবকেরা হলের ডাইনিংয়েই খেতে পারবেন।
এমন সিদ্ধান্তের সাধুবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর বলেন, ভর্তি পরীক্ষার সময় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবাসন সংকটে ভুগেন। এ সময় হল প্রশাসনের এমন সিদ্ধান্ত প্রশাংসার দাবি রাখে বলে জানান তিনি।
এদিকে রাবি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ফ্রিতে রাখা হলেও তাদের সাথে আসা অভিভাবকদের ছাত্রাবাসে থাকতে হলে অতিরিক্ত টাকা দিয়ে থাকতে হবে বলে জানিয়েছে রাজশাহী মহানগর মেস মালিক সমিতি। রাবি ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
টিনশেড বা আঁধা পাকা ছাত্রাবাসে প্রতিজন ৩০০ টাকা ও পাকা ভবনে প্রতিজন ৫০০ টাকা দিয়ে থাকতে পারবেন অভিভাবকরা। এদিকে এমন সিদ্ধান্তের ক্ষোভ প্রকাশ করে ফেসবুক ওয়ালে বিভিন্ন রকম পোস্ট করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ২৫-২৭ জুলাই অনুষ্ঠিত হবে। ২৫ জুলাই ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ২৬ জুলাই ‘এ’ ইউনিট (মানবিক), ২৭ জুলাই ‘বি’ ইউনিট (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন চারটি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আপনার মূল্যবান মতামত দিন: