রুয়েটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

রুয়েট প্রতিনিধি | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪৫; আপডেট: ২ এপ্রিল ২০২৫ ১০:২২

- ছবি - ইন্টারনেট

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়।

চলতি বছর ভর্তি পরীক্ষা দুটি ধাপে অনুষ্ঠিত হয়। প্রথমে ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে ৮,০০২ জন পরীক্ষার্থী নির্বাচিত হয়, যারা পরবর্তীতে ২০ ফেব্রুয়ারি চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

লিখিত পরীক্ষার ভিত্তিতে প্রাপ্ত মেধাতালিকা অনুযায়ী ১,২৩০ জন শিক্ষার্থী তাদের পছন্দের বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাবে। সর্বশেষ ২০১৯-২০ শিক্ষাবর্ষের পর এবার রুয়েট এককভাবে ভর্তি কার্যক্রম পরিচালনা করেছে। এ বছর বিশ্ববিদ্যালয়টির ১৪টি বিভাগে মোট ১,২৩০টি সাধারণ আসনের পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত ৫টি আসনসহ মোট ১,২৩৫টি আসন রয়েছে।

ভর্তির গুরুত্বপূর্ণ তথ্য

-আসনসংখ্যা ও তালিকা:
‘ক’ বিভাগে ১,২৩০টি আসনের বিপরীতে ৭,৯৩০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে।
‘খ’ বিভাগে ৩০টি আসনের বিপরীতে ৫২৪ জন এবং সংরক্ষিত ৫টি আসনের বিপরীতে ১৬ জনের তালিকা প্রকাশ করা হয়েছে।

ভর্তির প্রথম ধাপ:

মেধাক্রম ১-১,২০০ (সারণি-১), ১-৩০ (সারণি-২), এবং সংরক্ষিত কোটার ১-১৬ (সারণি-৩) এর প্রার্থীদের ১৯ মার্চ ২০২৫ (বুধবার) সকাল ৯:০০ থেকে দুপুর ২:০০ পর্যন্ত নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে যাচাই-বাছাই এবং স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে হবে।
২০ মার্চ ২০২৫ (বৃহস্পতিবার) সকাল ১০:০০ থেকে দুপুর ২:০০ পর্যন্ত নির্ধারিত ফি **১৮,৫০০ টাকা** রূপালী ব্যাংক পিএলসি, রুয়েট শাখায় জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।

অনলাইন চয়েস ফর্ম পূরণের নির্দেশনা

ভর্তির জন্য মনোনীত প্রার্থীদের ৮ মার্চ ২০২৫ (শনিবার) সকাল ১০:০০ থেকে ১৫ মার্চ ২০২৫ (শনিবার) রাত ১১:৫৯ পর্যন্ত** রুয়েটের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Admission Portal-এ লগইন করে "Online Choice Form" পূরণ করতে হবে।

প্রকৌশল বিভাগ ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য ১৩টি পছন্দ উল্লেখ করতে হবে।
স্থাপত্য বিভাগের জন্য পছন্দক্রম পূরণ করার প্রয়োজন নেই।

প্রার্থী চাইলে ১৫ মার্চ রাত ১১:৫৯ পর্যন্ত অনলাইন ফর্মের তথ্য পরিবর্তন করতে পারবে। এছাড়া, বিশেষ প্রয়োজনে ভর্তি কমিটির অনুমোদনক্রমে ভর্তির দিন নির্ধারিত বুথে গিয়ে পছন্দক্রম পরিবর্তন করা যাবে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top