ফিলিস্তিনে গণহত্যা, বৈশ্বিক হরতালের প্রতি রুয়েট শিক্ষার্থীদের সংহতি প্রকাশ

রুয়েট প্রতিনিধি | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৫ ২০:০৮; আপডেট: ৭ এপ্রিল ২০২৫ ২০:২২

- ছবি - ইন্টারনেট

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক হরতালের প্রতি সংহতি জানিয়ে রাস্তায় নামার ঘোষণা দিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।

ফিলিস্তিনে চলমান গণহত্যা একটি মানবিক সংকট ও বিশ্বব্যাপী সকলের বিবেকের এক সমষ্টিগত ব্যর্থতা উল্লেখ্য করে, রুয়েট শিক্ষার্থীরা বৈশ্বিক হরতালের প্রতি সংহতি জানিয়ে আজ রোববার (৬ এপ্রিল) বিকালে বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে শিক্ষার্থী বলেন, "আমরা, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা, গাজাবাসীর প্রতি ধ্বংসযজ্ঞ, বর্বরতা ও ন্যায়বিচারের বিরূদ্ধে অবস্থান ঘোষণা করছি। ক্রমাগত বোমা পড়ছে, পরিবারের পর পরিবার নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, শিশুরা ইন্তেকাল করছে। বছরের পর বছর সবার চোখের সামনেই এই গণহত্যা ঘটে চলেছে। এটা কেবল রাজনৈতিক ইস্যু নয়, এটি একটি মানবিক সংকট। বিশ্বব্যাপী সকলের বিবেকের এক সমষ্টিগত ব্যর্থতা।

আগামীকাল, ৭ এপ্রিল ২০২৫, সোমবার, সমগ্র বিশ্বের সঙ্গে আমরাও গাজাবাসীর সমর্থনে রাস্তায় নামবো। আমরা হয়তো যুদ্ধের ময়দানে নেই, কিন্তু নিষ্ক্রিয় দর্শক হয়ে থাকতে আমরা রাজি নই। আমাদের এই সংহতি প্রতীকী নয়, বরং এটি একটি প্রতিরোধ। কোনোভাবেই আমরা এই গণহত্যাকে স্বাভাবিক করতে দেবোনা। মৌনতা সম্মতির লক্ষণ, আর তাই আমরা প্রতিরোধ বেছে নিয়েছি।"

ইসরাইল কর্তৃক গাজায় গনহত্যার নিন্দা জানিয়ে শিক্ষার্থী বলেন, "আমরা ইসরাইল কর্তৃক গাজায় চলমান গণহত্যার তীব্র নিন্দা জানাই এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বশক্তিগুলোর রাজনৈতিক সমর্থন ও সামরিক সহায়তার তীব্র বিরোধিতা করি। আমরা আরব বিশ্বসহ অন্যান্য সরকারগুলোর লজ্জাজনক নীরবতা ও নিষ্ক্রিয়তাকেও প্রত্যাখ্যান করি, যারা ন্যায়বিচার, সত্য ও মানবিক মর্যাদা আদায়ে গাজাবাসীর পাশে দাড়াতে ব্যর্থ হয়েছে।

রুয়েটের প্রতিটি শিক্ষার্থী এবং বাংলাদেশ ও বিশ্বজুড়ে সকল সচেতন মানুষকে আমরা আহ্বান জানাই জেগে উঠুন, কথা বলুন, এগিয়ে আসুন। আসুন আমরা এমন এক প্রজন্ম হই যে অন্যায়ের মুখে কখনো মাথা নত করে না। মনে রাখবেন, মানবাধিকারের সংগ্রামের কোনো সীমানা নেই।

আমাদের অবস্থান গণহত্যা সমর্থনকারী নোংরা রাজনীতির বিরুদ্ধে এবং মানবতার পক্ষে। গাজাবাসী ভাই ও বোনেরা, আমরা তোমাদের কথা শুনছি, আমরা তোমাদের দেখছি, আমরা তোমাদের সাথে আছি।"



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top