ইবিতে কক্সবাজার জেলা ছাত্রকল্যাণের চড়ুইভাতি
মোহাম্মদ সাদ ইবি: | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৫ ১০:১১; আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১৯:২৮

চড়ুইভাতির ইতিহাস আমাদের বেশ পুরনো। একটা সময় গ্রাম্য আবহে চোখে পড়ত দল বেঁধে রান্না-বান্না আর খাওয়া-দাওয়া দৃশ্য। এর আগে সংগ্রহ করা হতো চাল-ডাল, মসলাপাতি। চড়ুইভাতিতে গরু নাকি মুরগি রান্না হবে? এ দ্বন্দ্ব লেগে যেতেন মা-চাচিরা। গ্রামীণ পরিবেশের সেই ছোট বেলার চড়ুইভাতি আজ প্রায় বিলুপ্তির পথে।
আধুনিকতার ছোঁয়ায় চড়ুইভাতি হারিয়ে যাচ্ছে পিকনিক আর শিক্ষা সফরের ভীড়ে। তাই ছোট বেলার সেই চড়ুইভাতির আসল নামকরণ ও বিশেষত্বটা তুলে ধরতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে কক্সবাজার জেলা থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ সমিতি চড়ুইভাতির আয়োজন করে।
শনিবার(২৬ এপ্রিল) বিকেলে ইবি ক্যাম্পাসের মীর মুগ্ধ সরোবরে এই চড়ুইভাতি অনুষ্ঠিত হয়। এতে বালিশ খেলা, হাড়িভাঙা সহ গ্রাম বাংলার বিভিন্ন রকমের খেলার আয়োজন করা হয়।
কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আরফানুল ইসলাম রিফাত বলেন, চড়ুইভাতি কিংবা বনভোজন আমাদের বাঙালি সংস্কৃতির একটি ঐতিহ্য। এর মাধ্যমে আমরা যেমন আমাদের বাঙালি সংস্কৃতি সম্পর্কে ধারণা পাই ঠিক একইভাবেই আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের বন্ধু এবং অনুজদের মধ্যে একটি ভাল রকমের সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়।
সভাপতি জুরশেদুল করিম বলেন, জেলার শিক্ষার্থীদের নিয়ে এই ধরনের মিলনমেলা আমাদের মধ্যে পারস্পরিক বন্ধন, ঐক্য, সংহতিতে আরও দৃঢ় করবে। চিত্ত বিনোদনের কথা চিন্তা করে আমরা বিভিন্ন রকমের খেলাধুলার আয়োজন করি। কারণ একাডেমিক শিক্ষা অর্জনের পাশাপাশি চিত্ত বিনোদিনও আমাদের শিক্ষার একটি অবিচ্ছেদ্য অংশ। ইবিতে আমাদের জেলার শিক্ষার্থীদের মধ্যে এই সম্পর্ক অটুট থাকবে বলে আশাবাদব্যক্ত করছি।
আপনার মূল্যবান মতামত দিন: