রাবিতে 'আল-ওয়া'দুল হক্ক' উপন্যাসের অনুদিত গ্রন্থের মোড়ক উন্মোচন

রাবি প্রতিনিধি | প্রকাশিত: ১৪ মার্চ ২০২২ ০৫:১৬; আপডেট: ১৩ মার্চ ২০২৫ ০২:২০

বিশ্ববিদ্যালয়ের ড. মহম্মদ শহীদুল্লাহ্ একাডেমিক ভবনে আয়েজিত এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

মিশরীয় ঔপন্যাসিক ড. ত্বহা হুসাইনের বিখ্যাত 'আল-ওয়া'দুল হক্ক' উপন্যাসের অনুদিত গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক জিয়াউর রহমান খান উপন্যাসটির অনুবাদ করেছেন।

রোববার (১৩ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ড. মহম্মদ শহীদুল্লাহ্ একাডেমিক ভবনে আয়েজিত এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

ড. জিয়াউর রহমান খানের অনুদিত গ্রন্থে স্থান পেয়েছে মূলত ইসলাম আগমনের শুরুতে সাহাবীদের নিত্যকার করুণ চিত্র। ইতিহাস যাদের 'দুহামা' হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। দাসপ্রথার নির্মম কষাঘাতে জর্জরিত সকল ব্যক্তিবর্গ শুধুমাত্র ইসলাম গ্রহণের ফলে স্বীয় মনিব কর্তৃক অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন প্রতিনিয়ত। কখনো তাদেরকে উটের কাঁচা চামড়ায় ভরে দ্বিপ্রহরের প্রচন্ড রোদে উত্তপ্ত মরুভূমিতে ফেলে রাখা হতো, আবার কখনো লৌহবর্ম পরিয়ে জলন্ত অঙ্গারে শুইয়ে দিয়ে পাথর চাপা দেয়া হতো। আবার কখনো বা শাস্তির বৈচিত্র আনয়নে হাত-পা বেঁধে গলায় রশি লটকিয়ে উশৃংখল বালকদের হাতে তুলে দিত।

বইটিতে আরো স্থান পেয়েছে, সমাজের সবচেয়ে অবহেলিত, নির্যাতিত ও পিছিয়ে পড়া ব্যক্তিরাই একসময় অধিষ্ঠিত হন ক্ষমতার উচ্চ শিখরে এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্মানজনক পদে। আর হাতেই রচিত হয় মানবসভ্যতার সোনালী উপাখ্যান।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরবি বিভাগের সভাপতি প্রফেসর ড. ছবিরুল ইসলাম হাওলাদার, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মাহাবুবুর রহমান, আরবি বিভাগের প্রফেসর ড. নিজাম উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন আরবি বিভাগের অধ্যাপক ড. এস এম আব্দুছ ছালাম, অধ্যাপক ড. ইফতেখারুল আলম, অধ্যাপক ড. ইকরামুল ইসলাম, অপ্যাপক ড. শামীমা আখতারা, অধ্যাপক মতিউর রহমান-১, সহযোগী অধ্যাপক ড. মুহা. বিলাল হুসাইন, ড. মুহা. ওবায়দুল্লাহ, ড. মো. আবু বকর, ড. মো. সেতাউর রহমান, ড. মো. মতিউর রহমান (২), সহকারী অধ্যাপক ড. আবু সালেহ মুহাম্মদ ত্বোহা, ড. মো. মনিরুজ্জামান, মো. সাজিদুল হক, মো. কামারুজ্জামান প্রমুখ।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top