রাবি ছাত্রলীগের ১৭ টি হলের নেতৃত্বে যারা

রাবি প্রতিনিধি | প্রকাশিত: ২৬ মার্চ ২০২২ ২০:৪৭; আপডেট: ১৩ মার্চ ২০২৫ ০১:০৪

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের ১৭ টি হলের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) দিবাগত রাত ৩ টায় এ কমিটির অনুমোদন দেন শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু। আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়।

১৭ টি হলের নেতৃত্বে যারাঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল-
সভাপতি- মোঃ কাব্বিরুজ্জামান রুহুল
সাধারণ সম্পাদক- আলফাত সায়েম জেমস

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলঃ
সভাপতি- তাজরীন আহমেদ খান মেধা
সাধারণ সম্পাদক- স্মৃতি বালা

শের-ই-বাংলা হলঃ
সভাপতি-মোঃ মোস্তফিজুর রহমান রাতুল
সাধারণ সম্পাদক-মোঃ স্বাধীন খান

মতিহার হলঃ
সভাপতি-মোঃ রাজীব হোসেন
সাধারণ সম্পাদক-ভাস্কর সাহা

শাহ মখদুম হলঃ
সভাপতিঃ মোঃ তাবিউল হাসান অপূর্ব
সাধারণ সম্পাদক-মোঃ রামীম আহম্মেদ

সৈয়দ আমীর আলী হলঃ
সভাপতি- শেখ কামাল বিন হারুন সিয়াম
সাধারণ সম্পাদক-আব্দুল্লাহ আল মারুফ

নবাব আব্দুল লতিফ হলঃ
সভাপতি-শুভ্রদেব ঘোষ
সাধারণ সম্পাদক-মোঃ শামীম হোসেন

শহীদ ড. শামসুজ্জোহা হলঃ
সভাপতি- চিরন্তন চন্দ
সাধারণ সম্পাদক- মোঃ মোমিন ইসলাম

শহীদ সোহরাওয়ার্দী হলঃ
সভাপতি- নিয়াজ মোর্শেদ শুভ
সাধারণ সম্পাদক-মোঃ নাইম আলী

মাদার বখশ হলঃ
সভাপতি-হামীম রেজা শাফায়েত
সাধারণ সম্পাদক-শফিউর রহমান রাথিক

শহীদ হবিবুর রহমান হলঃ
সভাপতি- মোঃ মমিনুল ইসলাম মোমিন
সাধারণ সম্পাদক-মোঃ আশিকুর রহমান অপু

জিয়া হলঃ
সভাপতি- মোঃ রাশেদ আলী
সাধারণ সম্পাদক- মোঃ রাকিবুল ইসলাম রাকিব

রোকেয়া হলঃ
সভাপতি- নুসরাত জাহান আভা
সাধারণ সম্পাদক- আলফী শারিন আরিয়ানা

মন্নুজান হলঃ
সভাপতি- জান্নাতুল নাঈম আকন্দ জানা
সাধারণ সম্পাদক- ফারজানা আক্তার শশী

তাপসী রাবেয়া হলঃ
সভাপতি- তাসনিম জাহান তৃনা
সাধারণ সম্পাদক-তাসনুভা মেহজাবিন মিম

রহমতুন্নেসা হলঃ
সভাপতি- তামান্না আকতার তন্বী
সাধারণ সম্পাদক- সিনথিয়া নাসরিন মীম

খালেদা জিয়া হলঃ
সভাপতি- প্রিয়াঙ্কা সেন মৌ
সাধারণ সম্পাদক-আজমিনা বিনতে ইসলাম শ্রেয়া



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top