নগরীতে পুলিশের অভিযানে আটক ৩২
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২০ ২১:১৭; আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ০৭:০২

রাজশাহী নগরীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ৩২ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে তাদের আটক করা হয়।
তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস।
আরএমপি মুখপাত্র গণমাধ্যমকে জানান, মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-০৯ জন, রাজপাড়া থানা-০৫ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০৩ জন, কাটাখালী থানা-০২ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০১ জন, পবা থানা-০৪ জন, কাশিয়াডাঙ্গা থানা-০২ জন, দামকুড়া থানা-০২ জন ও ডিবি পুলিশ-০২ জনকে আটক করে। যার মধ্যে ১৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৮ জন গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে অভিযানে জব্দ করা হয় মাদকদ্রব্যও। বোয়ালিয়া মডেল থানা পুলিশ (১) মোঃ মনিরুল ইসলাম (৪৫)কে ২১০ গ্রাম গাঁজা সহ আটক করে, (২) মোঃ রনি (৩০), (৩) মোঃ সাব্বির আলী (২৪)দ্বয়কে ১২ গ্রাম হেরোইন সহ আটক করে, (৪) মোঃ এনামুল হক (৩৮)কে ০৫ বোতল ফেন্সিডিল সহ আটক করে।
একইদিন রাতে রাজপাড়া থানা পুলিশ (১) মোঃ রুবেল (২৭)কে ০৯ গ্রাম হেরোইন সহ আটক করে। মতিহার থানা পুলিশ (১) মোঃ জাহাঙ্গীর (৩৬)কে ২.৫০ গ্রাম হেরোইন ও ০৯ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।
বৃহস্পতিবার রাতে পবা থানা পুলিশ (১) মোঃ মাসুদ রানা (২৪), (২) মোঃ মাহফুজ(২০)দ্বয়কে ২৫০০ মিঃ লিঃ চোলাইমদ সহ আটক করে। দামকুড়া থানা পুলিশ (১) মোঃ মইদুল ইসলাম (৫৮)কে ১০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ আটক করে ও ডিবি পুলিশ (১) মোঃ রিয়াজ উদ্দিন (২১)কে ১৩ গ্রাম হেরোইন ও ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, (২) নারগিস (৪৫)কে ৫০০ গ্রাম গাঁজা সহ আটক করে।
এদিকে, যাদের অভিযানে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানানো হয়েছে আরএমপির পক্ষ থেকে।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: