কার্যকর পদক্ষেপে এগুচ্ছে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২০ ২১:৩৯; আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ০৭:১৭
-2020-10-16-15-38-16.jpg)
যাত্রা শুরুর বেশীদিন না হতেই কার্যকর পদক্ষেপ নিতে শুরু করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিট।
ইতিমধ্যে ইউনিটটি সাতটি সাইবার ক্রাইম সনাক্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু করেছে।
১৫ দিনের মধ্যেই এসব অপরাধ শনাক্ত করা হয় বলে জানান ইউনিটের প্রধান হিসেবে কাজ করা সহকারী কমিশনার উৎপল কুমার চৌধুরী। তিনি বলেন, আর পুলিশ তাদের গ্রেপ্তার করবে। গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
ইউনিট সূত্রে জানা যায়, সনাক্তকৃত অপরাধের মধ্যে, ইমোতে পরিচয়ের মাধ্যমে প্রেমের ফাঁদে অর্থ নেয়া, অশ্লীল ছবি ছড়িয়ে দেয়া, হুমকি দেয়া, মিথ্যা তথ্যের মাধ্যমে বিয়ে, বিকাশে প্রতারণসহ বেশকিছু অপরাধ তারা সনাক্ত করে।
উল্লেখ্য, নগরীতে সাইবার অপরাধ দমনে গত ১৭ আনুষ্ঠানিক ভাবে যাত্রা করে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: