ট্রাক চাপায় পথচারি নিহত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২০ ০৩:০৬; আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ০৭:০০

রাজশাহীতে ট্রাকচাপায় মাহবুব আলম বলা (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার বাগরুল গ্রামের ওমেজ আলীর ছেলে।শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মহানগরীর পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলীর দফতরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রাকচালক মোহন হোসেনকে (৪২) আটক করা হয়েছে। মোহন রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা। ট্রাকটিও জব্দ করে থানায় নেয়া হয়েছে বলে জানিয়েছেন মহানগরীর চন্দ্রিমা থানার ওসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই ব্রজ গোপাল কর্মকার।
আপনার মূল্যবান মতামত দিন: