জাহানারা জামান স্মৃতি ৩য় বিভাগ ফুটবল লীগের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০ ২১:৪৮; আপডেট: ৫ এপ্রিল ২০২৫ ০০:০০
-2020-11-26-15-46-53.jpg)
জাহানারা জামান স্মৃতি ৩য় বিভাগ ফুটবল লীগে চ্যাম্পিয়ন হয়েছে তরুন সংঘ এবং রানার আপ হয়েছে হরিয়ান ফুটবল একাডেমী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ম্যাচ শেষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে চ্যাম্পিয়ন ও রানার আপদের মাঝে ট্রফি তুলে দেয়া হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী সিটি করের্পারেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এ সময় ট্রফি তুলে দেন।
বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ওয়াহেদুন নবী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরএমপির পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ডাবলু সরকার ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মোঃ শামসুজ্জামান রতন।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: