নগরীতে মদ্যপান করে গাড়ি চালানোয় যুবক গ্রেফতার
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২০ ২২:৪১; আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ২৩:০১
-2020-12-02-16-40-36.jpg)
নগরীতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর এক যুবককে গ্রেফতার করেছে মহানগর পুলিশ।
মঙ্গলবার (০১ ডিসেম্বর) রাতে নগরীর সিঅ্যান্ডবি মোড় এলাকা থেকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তি নগরীর চন্ডিপুর এলাকার আনিছুর রহমানের ছেলে শাহানুর রহমান আনন্দ (৩৪) বলে জানা গেছে।
এ সময় যুবকের প্রাইভেটকারটি জব্দ করা হয়। প্রাইভেটকারের ভেতর থেকে এক বোতল বিদেশী মদও উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান। তিনি জানান, রাতে রাজশাহী সার্কেট হাউজের দিক থেকে বেপরোয়া গতিতে প্রাইভেটকার চালিয়ে আসেন আনন্দ। এরপর সিএন্ডবি মোড় এলাকায় রাস্তার মাঝে গাড়ি থামিয়ে রিকশাচালক, দোকানদার ও পথচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
তার আচরণ সন্দেহজনক হওয়ায় ঘটনাস্থলে ডিবি পুলিশ উপস্থিত হয়। এসময় তার মুখ দিয়ে মদের গন্ধ বের হচ্ছিল। পুলিশ পরে তার গাড়ি তল্লাশি করে। এরপর তাকে আটক করে থানায় নেয়া হয়। পরে রাতেই তার বিরুদ্ধে থানায় একটি মামলা করে ডিবি পুলিশ। বুধবার সকালে আনন্দকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: