বিন্দু থেকে অলোকা মোড়ের ফ্লাইওভার নির্মানে বন্ধের দাবী

ব্যবহারের অযোগ্য হবে সড়ক, ৬০ ফিটের রাস্তা হবে ১০ ফিট

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৪ ১৭:০৪; আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ ১৮:১৫

রাজশাহীর নগরীর বিন্দুর থেকে অলোকা মোড় পর্যন্ত ফ্লাইওভারের নির্মান কাজ বন্ধের দাবিতে মানববন্ধন।

অপরিকল্পিত এবং ব্যয় বহুল মোড়ের ফ্লাইওভার নির্মান কাজ নিয়ে নগরবাসী মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়ছে। রাজশাহী নগরীর বিন্দুর মোড় হতে অলোকা মোড় পর্যন্ত ফ্লাইওভার নির্মান কাজ অবিলম্বে বন্ধ করার দাবিতে মানববন্ধন ও প্রতিকী ধর্মঘট করেছে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহী নিউ মার্কেটের সামনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে অভিযোগ করা হয়, কোন প্রকার সম্ভাবনা বা প্রয়োজনীয়তা যাচাই-বাছাই ছাড়াই রাজশাহী সিটি কর্পোরেশনের কতিপয় ইঞ্জিনিয়ারের সহযোগিতায় অপরিকল্পিত ফ্লাইওভার নির্মাণ কাজ ডিপিপিতে অন্তর্ভুক্ত করে। এই সড়কে বড় কোন ধরনের গাড়ি চলাচল করে না, ফলে ফ্লাইওভার নির্মাণের প্রকল্প দেখিয়ে লুটপাট করা পায়তারা করা হচ্ছে। মানববন্ধনে রাজশাহী জর্জ কোর্টের আইনজীবী মুর্তুজা শাকিল জানান, অপরিকল্পিত ফ্লাইওয়ারের কাজ বন্ধ করা না হলে স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীদের নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে আইনিভাবে মোকাবেলা করা হবে।

নদী গবেষক মাহবুব সিদ্দিকী জানান, নগরীর এই রাস্তায় ৬০ ফিট (ফুটপাতসহ) প্রস্থ রাস্তায় ফ্লাইওভার নির্মাণ করা হলে চলাচলের জন্য সড়কের প্রশস্ততা কমে ৯ থেকে ১০ ফিট থাকবে। সে ক্ষেত্রে সড়কটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়বে। ফলে অনতিবিলম্বে এই ফ্লাইওভার বাতিলের দাবিও জানান তিনি।মানববন্ধন ও প্রতিকী ধর্মঘট সমাবেশে উপস্থিত ছিলেন ইনতেখাব আলম বাবর, মিরাজ, কামরান, বাবর আলী, শামিউল ইসলাম শাওন, রাব্বানী, আতিকুর রহমান, আশিক ইসলামসহ স্থানীয় ব্যবাসায়ী ও এলকাবাসীসহ প্রায় দেড় শতাধিক লোক।

উল্লেখ্য যে, নগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় দুইটি প্যাকেজে প্রায় ৫০ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে নগরীতে ফুটওভার ব্রীজ নির্মাণ করা হয়। বিপুল অর্থ ব্যায়ে নিয়ে নির্মিত ফুটওভার ব্রিজে আগ্রহ নেই পথচারীদের। এদিকে রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষাবিদের মতে, এসব ফুটওভার ব্রিজের একন কোনোও প্রয়োজন নেই। অপর দিকে নগরবাসী বলছেন, শুধুমাত্র সরকারি অর্থ অপচয় করার জন্য এসব প্রকল্প হাতে নেয়া হয়।’ আর এসব সব ফুট ওভারের
নীচে রাস্তার মাঝখান দিয়েই পারাপার হচ্ছেন পথচারীরা। ফলে কোনোই কাজে আসছে না এ ব্রিজগুলো।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top