নগরীতে বাড়ছে অটোরিকশা ভাড়া!

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২০ ০২:০৬; আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ০৯:৪৬

রাজশাহী ইজিবাইক মালিক শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন।

আগামী বছর থেকেই রাজশাহী নগরীতে বাড়ছে অটোরিকশার ভাড়া। আগামী ১ জানুয়ারি থেকে তা বাড়ানো হবে বলে জানানো হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজশাহী ইজিবাইক মালিক শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সম্মেলনে তারা ভাড়া বৃদ্ধির কারণ তুলে ধরে জানান, একদিকে বিগত দশ বছরে তিন দফায় বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে। এখন পালাক্রমে গাড়ী চলাচল করে। তাছাড়া করোনা পরিস্থিতিতে অটোচালকরা মানবেতর জীবন-যাপন করছেন।

তাই নগরীর প্রতিটি রুটে আগের ভাড়ার সাথে তিন টাকা বৃদ্ধি করা হয়েছে। তবে সর্বনিম্ন এক কিলোমিটারের মধ্যে অটো ভাড়া ৫ টাকা।

এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী মহানগরী ইজিবাইক মালিক-শ্রমিক সমবায় সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাগর।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিমন হোসেন, সহসভাপতি আসলাম আলী, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, সহসাধারণ সম্পাদক রনি প্রমুখ।

 

  • এসএইচ


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top