শীতের পোশাক কিনতে ফুটপাতের দোকানে মানুষের ঢল
রাজ টাইমস | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৭; আপডেট: ২ এপ্রিল ২০২৫ ১১:৫২

শীত নামতেই কেনাকাটাই মানুষের ঢল পরে নগরীর ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে। নগরীর আনাচে কানাচের ফুটপাতে গড়ে উঠেছে গরম কাপড়ের দোকান। নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট, মনিচত্বর, গণকপাড়া, ভদ্রার মোড়, শিরোইল বাস টার্মিনাল, লক্ষ্মীপুর মোড়, কোর্ট ও কোর্ট স্টেশনসহ অধিকাংশ ফুটপাতে ক্রেতা সমাগমে হয়ে উঠেছে জমজমাট। বিশেষ করে মনিচত্বর থেকে কুমারপাড়া, জিরো পয়েন্ট হতে গণকপাড়া পর্যন্ত বিশেষ ব্যবস্থায় প্রতি শুক্রবারে গড়ে উঠা গরম কাপড়ের দোকানে ক্রেতাদের ঢল নামে। এসব দোকানে কমদামে গরম কাপড় বিক্রি করে থাকে ব্যবসায়ীরা। সেখানে থাকে হাজারো নিম্নবিত্ত মানুষের উপচেপড়া ভিড়।
অর্থ সঙ্কটের কারণে গরিব মানুষের শীত নিবারণের জন্য ফুটপাতই যেন ভরসাস্থলে পরিণত হয়েছে। জিরো পয়েন্টের কাপড় ব্যবসায়ী নাজমুল বলেন, শীত আসার সাথে সাথে গরম কাপড়ের বেচা-বিক্রি বেড়েছে দ্বিগুণেরও বেশি। তবে বড়দের চেয়ে ছোটদের জন্য গরম কাপড় বেচাবিক্রি হচ্ছে সব থেকে বেশি। আর কমদামে গরম কাপড় পাওয়ায় সেখানে গরিব মধ্যবিত্ত ক্রেতারাই বেশি আসছে। নগরীর কাপড় ব্যবসায়ী রাসেল বলেন, শীত পড়ার সাথে সাথে মধ্যশহরের এই ফুটপাতের গরম কাপড়ের দোকানে সাধারণ মানুষের সমাগমে লোকেলোকারণ্য হয়ে যায়। কমদাম ব্যবহারযোগ্য একটু পুরাতন ও নতুন ধরনের গরম কাপড় বিক্রি হয়ে থাকে এই ফুটপাতে । কমদামে মানসম্মত কিছু গরম কাপড় পাওয়ায় যায় শুধু শুধু গরিব মানুষ নয় ছেলে-মেয়ের শীত নিবারণের জন্য অনেক মধ্যবিত্ত শ্রেণির ক্রেতারা আসছেন গরম কাপড় কিনতে। । দামে সস্তা গরিব মানুষের গরম কাপড় কেনাকাটায় ব্যবহার উপযোগী গরম কাপড় পাওয়ায় ফুটপাতের এই মার্কেট রাজশাহীতে জনপ্রিয়তা লাভ করেছে।
ফুটপাতের এই সব কাপড়ের দোকানে ছোট ছোট ছেলে-মেয়েদের জন্য এক'শ থেকে তিনশ' টাকা আর বড়দের শীত নিবারণের জন্য তিনশ' থেকে পাঁচ'শ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে সুয়েটার, কোর্ট, প্যান্ট, একশ' টাকায় জামা-পায়জামা, আর -মহিলাদের জন্য বিক্রি হচ্ছে শালোয়ার কামিজসহ নানা ধরনের গরম পোশাক। আবার সময় সময় পাচশ' টাকার মধ্যে বড়দের জন্য শীতের পোশাক হিসেবে পাওয়া যাচ্ছে জ্যাকেটসহ বিভিন্ন ধরনের গরম কাপড়। গরিব মানুষের সাধ্যের আয়ত্তের মধ্যে পাওয়া যাচ্ছে কমদামি বিছানার চাদরও। এতেই বেড়ে গেছে মার্কেটের আকর্ষণ।
এছাড়া গত দুই থেকে তিন বছর ধরে নগরীর জিরো পয়েন্টের আশপাশের ফুটপাতে বসছে সাপ্তাহিক গরম কাপড়ের দোকান। এই মার্কেট পুরাতন গরম কাপড়ের জন্য জনপ্রিয়তা লাভ করেছে। শুক্রবার আসলেই পুরাতন গরম কাপড়ের জন্য শতশত ক্রেতা ভিড় জমায়। এই মৌসুমে এই মার্কেটের গুরুত্ব বেড়ে যায় অনেকগুণ। নগরীর গরিব মানুষ কমদামে গরম পোশাক কেনার জন্য ছুটে আসেন এই ফুটপাতে। তাইতো গত শুক্রবারও এ মার্কেট ছিল হাজারো মানুষে ঠাঁসা.।
ওয়েল্ডিং মিস্ত্রি শরিফুল ইসলাম বলেন, নগরীর বড় বড় মার্কেটে গরম পোশাকের যে দাম তাতে ছেলে-মেয়েদের জন্য গরম কাপড় কেনা আমাদের জন্য দুসাধ্য ব্যাপার। শুধু তাই নয় ছেলে-মেয়ের গরম কাপড় কিনতেই চলে যাচ্ছে হাজার টাকার উপরে।
আপনার মূল্যবান মতামত দিন: