৫০০ শীর্তাত ব্যক্তিকে শীতবস্ত্র দিল আরএমপি
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২১ ০০:০২; আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ১০:০৭
-2021-01-14-18-01-30.jpg)
নগরীতে দুস্থ ও অসহায় এমন ৫০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) নগরীর কোর্ট মহাবিদ্যালয় চত্বরে কাশিয়াডাঙ্গা, কর্ণহার এবং দামকুড়া থানা এলাকার এসব দুস্থ, প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এই কর্মসূচীর আয়োজন করে আরএমপির কাশিয়াডাঙ্গা বিভাগ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক। তার সঙ্গে রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ একেএম কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরএমপির কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-কমিশনার আরেফিন জুয়েল, অতিরিক্ত উপ-কমিশনার ডিএম হাসিবুল বেনজীর, পুলিশ কমিশনারের স্টাফ অফিসার সহকারী কমিশনার নাজমুল হাসান, কাশিয়াডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার উৎপল কুমার চৌধুরী, কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ, কর্ণহার থানার ওসি আনোয়ার আলী তুহীন, দামকুড়া থানার ওসি মাহবুব আলম প্রমুখ।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: