রাজশাহীতে মজুদ তেল জব্দসহ জরিমানা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ মে ২০২২ ০৪:৪৭; আপডেট: ২৮ মার্চ ২০২৪ ১৬:৫৫

ফাইল ছবি

রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৯৫ লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১৪ মে) দুপুরে মহানগরীর পাঠানপাড়া মুক্তমঞ্চ সংলগ্ন উম্মেদ আলী এন্ড সন্স নামের একটি কনফেকশনারীর দোকানে নিয়মিন বাজার অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

এসময় দোকাটির ডিসপ্লেতে কোন ভোজ্য তেল পাওয়া না গেলেও তাদের গোডাউনে এক ও দুই লিটারের মোট ৯৫ লিটার বোতলজাত সয়াবিন খুঁজে পাওয়া যায়। তেলগুলো জব্দ করার পর তা স্থানীয় ভোক্তাদের মাঝে বোতলের গায়ে লেখা দামে তাৎক্ষনিক বিক্রির ব্যবস্থা করা হয়। এছাড়া অবৈধ মজুদের দায়ে দোকানি রমজান আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অপর দিকে দুুপুরে নগরীর তেরখাদিয়া এলাকায় অভিযান চালিয়ে সানোয়ার ভ্যারাইটি স্টোর থেকে ৪৫ লিটার মজুদকৃত তেল উদ্ধার করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। একই সাথে এই দোকানের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top