ডিবির পর র‍্যাবের জিজ্ঞাসাবাদে অভিনেতা ইমন

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২১ ০৬:৫৪; আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ০০:৪৬

চিত্রনায়ক মামনুন ইমন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিকে নিয়ে মুরাদ হাসানের করা অশ্লীল মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা চলছিল। এর মধ্যে গত রোববার রাতে ফেসবুকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সঙ্গে অভিনেত্রী মাহিয়া মাহি ও ইমনের একটি কল রেকর্ড ফাঁস হয়। সেখানে মুরাদ হাসানকে চিত্রনায়িকাকে ‘অশ্লীল’ কথাবার্তা বলতে শোনা যায়। এ ঘটনার পর মুরাদ হাসানকে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অপসারণের দাবি জোরালো হয়। এরপর গতকাল সন্ধ্যায় তাঁকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

ফাঁস হওয়া ওই অডিওর বিষয়ে জানতে চাইলে গতকাল চিত্রনায়ক ইমন বলেন, মুরাদ হাসান অভিনেত্রী মাহিয়া মাহির সঙ্গে এমন ভাষায় কথা বলেছেন, সেটি তিনি জানতেনই না।

ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গতকাল রাতে ইমনকে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে ডেকে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top