জামিনের শর্ত বদল চেয়ে হাইকোর্টে শাহরুখ পুত্র আরিয়ান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২১ ০৫:৩৩; আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ০০:৪৮

প্রমোদতরীর মাদক মামলায় বিচারপতি নিতিন সাম্ব্রের দেওয়া জামিনের শর্তের পরিবর্তন চান বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান।
এ জন্য মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আরিয়ান খান। শর্তের কিছু পরিবর্তন চেয়ে উচ্চ আদালতে আবেদনও করেছেন তিনি। খবর এনডিটিভির।
চলতি বছরের ২৮ অক্টোবর প্রমোদতরীর মাদককাণ্ডে জামিন পান আরিয়ান এবং তার দুই বন্ধু আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচা। ২৯ অক্টোবর তিন অভিযুক্তকে ১৩টি শর্তের বিনিময়ে জামিন দেন মুম্বাই হাইকোর্ট।
শর্তগুলোর মধ্যে অন্যতম হলো প্রতি শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টার মধ্যে মুম্বাইয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) দপ্তরে হাজিরা দিতে হবে আরিয়ানকে।
শাহরুখপুত্র এ শর্তে কিছু শিথিলতার আবেদন জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে তার বক্তব্য, প্রতি শুক্রবার হাজিরা দিতে গিয়ে তাকে প্রশাসনের বেষ্টনীর মধ্যে থাকতে হয়।
মুম্বাই পুলিশ বিশেষ প্রহরা দিয়ে তাকে দপ্তরে নিয়ে যায়, যাতে সংবাদমাধ্যমের হাত থেকে তিনি নিস্তার পান।
আরিয়ানের যুক্তি, প্রতি শুক্রবার এভাবে হাজিরা দিতে গিয়ে তার অস্বস্তি আরও বাড়ছে।
আরিয়ানের আবেদন ইতোমধ্যে দেশাই করিমজি এবং মুল্লারের মাধ্যমে দায়ের করা হয়েছে। সম্ভবত ১৩ ডিসেম্বর বিচারপতি সাম্ব্রের সামনে তা পেশ করা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: