উত্তরাখণ্ডে সিল করা হলো ৭ মাদ্রাসা, নেপথ্যে কী?
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫ ১১:০২; আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ২১:১৯

ভারতের উত্তরাখণ্ডের হলদওয়ানি জেলায় রোববার (১৩ এপ্রিল) সাতটি মাদ্রাসা সিল করা হয়েছে৷ কর্মকর্তাদের দাবি, সঠিক নিবন্ধন ছাড়াই মাদ্রাসাগুলো পরিচালনা করা হচ্ছিল।
হলদওয়ানির ম্যাজিস্ট্রেট এপি বাজপেয়ীর মতে, প্রতিষ্ঠানগুলো রাজ্য সরকারের নিয়ম লঙ্ঘন করেছে এবং উত্তরাখণ্ড মাদ্রাসা বোর্ড বা রাজ্য শিক্ষা বিভাগে এগুলো নিবন্ধিত নয় বলে প্রমাণিত হয়েছে৷
এর আগে গত ৮ ফেব্রুয়ারি পৌরসভার কর্মকর্তারা বনভুলপুরা এলাকায় একটি 'অবৈধ' মাদ্রাসা ধ্বংস করে। তাদের দাবি, এটি দখলবিরোধী অভিযানের অংশ ছিল। সে সময় 'জয় শ্রী রাম' স্লোগান বাতাসে প্রতিধ্বনিত হওয়ার পরে উত্তেজনা বেড়ে যায়, যার ফলে মুসলমান এবং হালদওয়ানি পুলিশের মধ্যে সহিংস সংঘর্ষ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয়রা পৌরসভার কর্মী ও পুলিশকে লক্ষ্য করে পাথর ও পেট্রোল বোমা নিক্ষেপ করে। যার ফলে পুলিশ থানায় আশ্রয় নিতে বাধ্য হয়, যাতে পরে জনতা আগুন ধরিয়ে দেয়। এতে ১৬ বছর বয়সি এক যুবকসহ ছয়জন নিহত হন।
এ ঘটনায় জেলা প্রশাসন ইন্টারনেট পরিষেবা স্থগিত করে এবং সমস্ত স্কুল-কলেজ বন্ধের নির্দেশ দেয়। পুলিশ ১৯ জনের নামে ও অজ্ঞাত পাঁচ হাজার জনের বিরুদ্ধে মামলা করেছে।
গত বছরের ডিসেম্বরে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ‘অবৈধ’ মাদ্রাসার বিরুদ্ধে একটি দখল বিরোধী অভিযানের নির্দেশ দেন। গত ৯ জানুয়ারি, ধামির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছিল, ‘বেআইনি মাদ্রাসা হোক বা দখল, এটি কোনোভাবেই উত্তরাখণ্ডে হওয়া যাবে না। জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপারিনটেনডেন্টরা যাচাইকরণ অভিযানটি তত্ত্বাবধান ও পরিচালনা করবেন। তাদের তহবিল, লিঙ্ক এবং ব্যাকগ্রাউন্ড পরীক্ষা করা হবে।’
তথ্যসূত্র: সিয়াসাত ডেইলি
আপনার মূল্যবান মতামত দিন: