ইরানে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৮
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৫ ১৮:২৭; আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ০২:৪৯

দক্ষিণ ইরানের বন্দর আব্বাস শহরের শহীদ রাজাই বন্দরে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে এবং এই ঘটনায় এখন পর্যন্ত ৮০০ জন আহত হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনার বরাতে এক প্রতিবেদনে এ খবর জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।
এর আগে, শনিবার (২৬ এপ্রিল) সকালে এই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে, কাছের অফিসগুলির জানালা ভেঙে যায়।
ঘটনাস্থল থেকে অনেক ছবি এবং ভিডিও প্রকাশ পেয়েছে। দেখা যাচ্ছে মানুষ দৌড়াচ্ছে এবং অনেক মানুষ রাস্তায় আহত অবস্থায় পড়ে আছে।
বিবিসির যাচাইকৃত ভিডিও ফুটেজগুলোতে দেখা গেছে যে, বিস্ফোরণের সাথে সাথে আগুনের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, লোকজন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে, আগুন লাগার পর এবং ‘দাহ্য পদার্থ’ সংরক্ষণ ছড়িয়ে পড়ার পর বিস্ফোরণের ঘটনা ঘটে।
শহীদ রাজাই বন্দর ইরানের বৃহত্তম এবং সবচেয়ে উন্নত টার্মিনাল, যার মাধ্যমে দেশের বেশিরভাগ বাণিজ্যিক জাহাজ চলাচল করে।
আপনার মূল্যবান মতামত দিন: