একনজরে আজকের বাংলাদেশ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২ ২৩:৩৯; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২০:২১

ফাইল ছবি

১.আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর ৬.৫ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ

সংকট মোকাবেলায় আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর দিকে হাত বাড়াচ্ছে বাংলাদেশ। বাজেট সহায়তা হিসাবে বিভিন্ন দাতা সংস্থাগুলোর কাছে এ পর্যন্ত ৬৫০ কোটি (৬.৫ বিলিয়ন) মার্কিন ডলার ঋণ সহায়তা চেয়েছে বাংলাদেশ। খবর যুগান্তরের।

লিঙ্ক

২.বিক্রি বেড়েছে ডলারের, রিজার্ভ কমার শঙ্কা

ডলারের বিক্রি বাড়ায় রিজার্ভ কমার শঙ্কা দেখা দিয়েছে। ব্যাংকগুলোর চাহিদা মেটাতে মঙ্গলবার রিজার্ভ থেকে ১৫৩ মিলিয়ন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। টানা দুই মাসে রিজার্ভ থেকে প্রায় আড়াই বিলিয়ন ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে রিজার্ভ ৩৯ বিলিয়ন ডলারের নিচে নেমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। খবর টিবিএসের।

লিঙ্ক

৩.কনটেইনার হ্যান্ডেলিং চার্জ: বাড়র ৩৫ শতাংশ কমল শতাংশ

দেশে জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা কমানোর ঘোষণার পরিপ্রেক্ষিতে কনটেইনার হ্যান্ডেলিং চার্জ কমানোর ঘোষণা দিল বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন (বিকডা)। ঘোষণামতে, হ্যান্ডেলিং চার্জও ৫% কমাবে তারা। খবর টিবিএসের।

লিঙ্ক

৪.সৌদি আরবের রপ্তানি বাজার ধরতে চায় বাংলাদেশ

দেশের রপ্তানির পরিধি বাড়াতে সৌদি আরবের বাজার টার্গেট করেছে বাংলাদেশ। সাতটি সম্ভাবনাময় পণ্য নিয়ে দেশটি বাজার ধরতে চাইছে বাংলাদেশ। এগুলোর মধ্যে রয়েছে- খাবার ও বেভারেজ, পোশাক, পাট ও চামড়াজাত পণ্য ইত্যাদি। সৌদি আরব এ পণ্যগুলো বর্তমানে বিশ্ববাজার থেকে কিনতে বার্ষিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার খরচ করে। খবর টিবিএসের।

লিঙ্ক

৫.অতীব প্রয়োজনীয় পণ্যকে ঘিরে চলছে সিন্ডিকেটের কারসাজি

নির্দিষ্ট কিছু পণ্যকে ঘিরে চলছে সিন্ডিকেটের কারসাজি। বিশেষ করে অতীব প্রয়োচনীয় ৮টি অত্যাবশ্যকীয় পণ্য হচ্ছে-চাল, মসুর ডাল, পেঁয়াজ, চিনি, আটা, ময়দা, সিমেন্ট ও রড নিয়ে। বিশ্ববাজারো দাম বাড়ানোর অজুহাতে বেশী দামে বিক্রি হচ্ছে এসব পণ্য। খবর যুগান্তরের।

লিঙ্ক



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top