ডোনাল্ড লুর সংলাপের আহ্বান সত্ত্বেও তফসিল ঘোষণার প্রস্তুতি কমিশনের
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৩ ০৯:৩৬; আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ০৯:৩৮

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থা নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে গত সোমবার আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির উদ্দেশে চিঠি পাঠিয়েছেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। খবর বণিক বার্তার।
যদিও সেটিকে আমলে না নিয়েই আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণার সব প্রস্তুতি নিয়ে রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে আজ এক ব্রিফিংয়ে ইসির মুখপাত্র ও সচিব মো. জাহাংগীর আলম বিস্তারিত তুলে ধরবেন বলে জানিয়েছেন। জানানো হবে তফসিল ঘোষণার দিনক্ষণও।
ইসি সচিব জাহাংগীর আলম গতকাল গণমাধ্যমকে বলেন, ‘কবে, কখন, কোথায় কীভাবে তফসিল ঘোষণা হবে তা আগামীকাল (আজ) সকাল ১০টায় আমি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দেব।
আপনারা জানেন, সত্তর এবং তার পরবর্তী যতগুলো নির্বাচন হয়েছে সবক’টিতেই মাননীয় নির্বাচন কমিশনারগণ জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করেছেন। রেওয়াজ অনুযায়ী এবারো তার ব্যতিক্রম হবে না।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গতকাল এক বক্তব্যে আগামী দুই-একদিনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানান।
এদিকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য শর্তহীন সংলাপ করার আহ্বান জানিয়ে তিন দলকে ডোনাল্ড লু চিঠি দেয়ায় বাংলাদেশের রাজনীতিতে শুরু হয়েছে নতুন মেরুকরণ। সোমবার বিএনপি ও জাতীয় পার্টি চিঠি পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করলেও আওয়ামী লীগ গতকাল রাতে জানায়, তারা এখন পর্যন্ত এমন কোনো চিঠি পায়নি।
এ বিষয়ে ক্ষমতাসীন দলটির উপদপ্তর সম্পাদক সায়েম খান বণিক বার্তাকে বলেন, ‘আমার দপ্তরে এখনো চিঠি এসে পৌঁছায়নি।’ তবে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আমাদের সংলাপে কোনো আপত্তি নেই। কিন্তু কার সঙ্গে করব তা নিয়ে প্রশ্ন আছে।’
ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলির সোমবার বিকালে পাঠানো জরুরি বার্তায় বলা হয়, আসন্ন নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানকে পুনর্ব্যক্ত করতে বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করছেন রাষ্ট্রদূত পিটার হাস। যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। তারা সব পক্ষকে সহিংসতা পরিহার এবং সংযম প্রদর্শনের আহ্বান জানায়।
ওয়াশিংটন একটি রাজনৈতিক দলের বিপরীতে অন্য রাজনৈতিক দলকে সমর্থন করে না জানিয়ে ওই বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র বিবদমান সব পক্ষকে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানায়। সেই সঙ্গে দূতাবাসের বার্তায় এটাও স্মরণ করানো হয় যে উদ্ভূত পরিস্থিতিতে যারা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করবে তাদের বিরুদ্ধে পূর্বঘোষিত মার্কিন ভিসা নীতি কার্যকর হবে।
এমন প্রেক্ষাপটে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিলসংক্রান্ত বিস্তারিত প্রস্তুতির বিষয়ে আজ (বুধবার) সাংবাদিকদের ব্রিফ করবেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।
তাছাড়া নির্বাচনী তফসিল নিয়ে নির্বাচন কমিশনারদের বৈঠক করার কথা রয়েছে। ওই বৈঠকের পরই অথবা আগামীকাল তফসিল ঘোষণা করা হতে পারে বলে ধারণা করছেন ইসি সচিবালয়ের কর্মকর্তারা।
ডোনাল্ড লুর চিঠির বিষয়ে এক প্রশ্নের জবাবে ইসির মুখপাত্র জাহাংগীর আলম বলেন, ‘প্রথমত এটি সংলাপের চিঠি কিনা সেটি কমিশন অবহিত নয়। কারণ কমিশনের কাছে কোনো চিঠি আসেনি। কমিশন তার নিজস্ব গতিতে সাংবিধানিক দায়বদ্ধতার আলোকে যেভাবে রোডম্যাপ করেছে, সে আলোকে নির্বাচন করবে।’
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তফসিলকে কেন্দ্র করে বাড়তি কোনো নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা? কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো উদ্বেগ বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশনা আছে কিনা—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘সত্যিকার অর্থে কোনো রকম হুমকি নেই।
ফলে এক্ষেত্রে বাড়তি নিরাপত্তার কিছু নেই। যার কারণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে যখন কমিশন সভা করেছে, সেখানে তাদের যে নির্দেশনা দেয়া আছে, তারা সেটি পালন করবেন। তারা সেভাবেই প্রস্তুতি রেখেছেন বলে আমি জানি।’
জানা গেছে, আজ বৈঠকের পর রাতেই জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ওই ভাষণে তিনি নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। দ্বাদশ জাতীয় নির্বাচন হতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহে।
এদিকে নির্বাচন কমিশন এমন এক সময় নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করতে যাচ্ছে যখন বিএনপি ও সমমনা দলগুলো আন্দোলন করে যাচ্ছে। তারা এ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বলে ঘোষণা দিয়ে রেখেছে। দলগুলো সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়।
আপনার মূল্যবান মতামত দিন: