প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা
রংপুর ও গাইবান্ধায় জালিয়াতির অভিযোগে আটক ৫৪
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৩ ২২:১৩; আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১১:৫২
-2023-12-08-22-13-24.jpg)
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র জালিয়াতির অভিযোগে রংপুরে ও গাইবান্ধায় ৫৪ জনকে আটক করেছে র্যাব ও পুলিশ। তাদের কাছ থেকে মোবাইল ফোন, ডিভাইসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে রংপুর মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ও এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে দুপুর ১২টায় রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিটু এক্স ডিভাইস ব্যবহার করে পরীক্ষার্থীদের সঙ্গে প্রশ্নপত্রের উত্তর দেওয়ার চুক্তি করে একটি চক্র। গোপন খবরের ভিত্তিতে পরীক্ষার আগের রাতে ও সকালে রংপুরের বিভিন্ন স্থান থেকে ১৯ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজসহ তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক রয়েছেন।
তিনি আরও জানান, আটকদের মধ্যে ১১ জন পরীক্ষার্থী। বাকিরা শিক্ষকসহ বিভিন্ন পেশার সঙ্গে জড়িত। এ সময় তাদের কাছে থেকে ১১টি ডিভাইস, ৮০টি ফোন ও প্রবেশপত্র জব্দ করা হয়।
এদিকে র্যাব জানায়, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালীন সময়ে গাইবান্ধা সদরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে প্রশ্নপত্র জালিয়াতি চক্রের মূল হোতা ৫ জনসহ ৩০ পরীক্ষার্থীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২২টি ইলেকট্রনিক ডিভাইস সংযুক্ত মাস্টারকার্ড ও ১৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রংপুর বিভাগের উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম বলেন, রংপুর বিভাগীয় কমিশনার বিষয়টি খতিয়ে দেখছে। পরীক্ষা বাতিল হবে কিনা সে ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
আপনার মূল্যবান মতামত দিন: