সারাদেশে ৩৪৯ জন কিশোর গ্যাং সদস্য গ্রেফতার
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৪ ২১:০৫; আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৫:০০

গত বছরে রাজধানীসহ সারাদেশে অভিযান চালিয়ে ৩৪৯ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ২০১৭ সাল থেকে র্যাব এখন পর্যন্ত বিভিন্ন অপরাধে কিশোর গ্যাংয়ের ১ হাজার ১২৬ জন সদস্যকে গ্রেফতার করেছে বাহিনীটি। এর মধ্যে ৪০ জনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বুধবার (১০ জানুয়ারি) রাতে র্যাবের মিডিয়া বিভাগের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, ২০১৭ সালে উত্তরায় স্কুলছাত্র আদনান হত্যাকাণ্ডের মাধ্যমে কিশোর গ্যাং সংস্কৃতি আলোচনায় আসে। সে সময় চাঞ্চলকর এই হত্যাকাণ্ডের মূলহোতাসহ বেশ কয়েকজন কিশোর গ্যাং সদস্যদের গ্রেফতার করে র্যাব। পরবর্তীতে উত্তরা, গাজীপুরসহ বেশ কয়েকটি এলাকায় স্কুলছাত্র শুভসহ আরও কয়েকটি হত্যাকাণ্ড ব্যাপকভাবে সমালোচিত হয়। কিশোর গ্যাং নামক অপসংস্কৃতি রোধকল্পে র্যাব এই সকল হত্যাকাণ্ডের উল্লেখযোগ্য সংখ্যক আসামিকে গ্রেফতার করে।
গেল বছর উল্লেখযোগ্য ঘটনার মধ্যে গত ২৮ জানুয়ারি রাতে রাজধানী আদাবরের সন্ত্রাসী গ্রুপ ‘বিডিএসকে’ গ্যাংয়ের প্রধান হৃদয় ওরফে হিটার হৃদয়সহ ৮ সদস্যকে দেশি ও বিদেশি অস্ত্রসহ রাজধানীর বিভিন্ন এলাকা ও ফরিদপুর থেকে গ্রেফতার, গত ২৯ জানুয়ারি রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ, শ্যামপুর ও কদমতলী এলাকা থেকে কিশোর গ্যাং লিডার জালাল ওরফে পিচ্চি জালাল বাহিনীর ১৬ সদস্য গ্রেফতার, গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর আদাবর, মোহাম্মদপুর ও হাজারীবাগ এলাকা থেকে কিশোর গ্যাং গ্রুপের ২০ সদস্য দেশীয় অস্ত্রসহ গ্রেফতার, গত ২২ মার্চ রাজধানীর মোহাম্মদপুর, হাজারীবাগ, শেরেবাংলা নগর ও তেজগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের ৪৩ জন সদস্য গ্রেফতার, গত ২৮ এপ্রিল আশুলিয়ার নবারটেক এলাকা থেকে রাজধানীর আশুলিয়ার চাঞ্চল্যকর লিখন হত্যাকাণ্ডের পলাতক আসামি কিশোর গ্যাং সদস্য অনিক (২০) এবং জোবায়েরকে (১৯) গ্রেফতার, গত ২৬ মে তারিখ রাজধানীর সাভার ও বরিশাল বাকেরগঞ্জ হতে রাজধানীর দারুস সালাম এলাকার চাঞ্চল্যকর সিয়াম (১৪) হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত আসামি কিশোর গ্যাং লিডার পটেটো রুবেল ও তার সহযোগী রকিকে গ্রেফতার, গত ১৬ জুন ফেনীর রামপুর এলাকা থেকে সন্ত্রাসী কার্যক্রমের প্রস্তুতিকালে নুরু গ্যাং নামক কিশোর গ্যাং গ্রুপের প্রধান মাহিদুল ইসলাম সুজন ও তার ৩ সহযোগীকে গ্রেফতার, গত ১৬ জুলাই রাজধানীর বনানী থেকে কিশোর গ্যাং পিচ্ছি জয় গ্রুপের অন্যতম ৩ জন সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার, গত ৮ সেপ্টেম্বর বাগেরহাট ও রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বহুল আলোচিত রাজধানীর মোহাম্মদপুরে এক যুবকের কব্জি বিচ্ছিন্ন করে তার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালকারী আনোয়ার ওরফে স্যুটার আনোয়ার গ্রুপের অন্যতম সদস্য রাফাত, তুষার ও আহমেদসহ ৭ জনকে গ্রেফতার, গত ২৮ নভেম্বর মোহাম্মদপুরের চান্দ্র উদ্যান ও শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ১২ জন এবং ছিনতাইয়ের প্রস্তুতিকালে ১২ জন ছিনতাইকারীসহ কিশোর গ্যাংয়ের মোট ২৪ জনকে গ্রেফতার করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: