মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৪৮; আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ০৩:২৪

মিয়ানমারে চলমান সঙ্ঘাতে ব্যবহৃত মর্টার শেলের আঘাতে দু’জনের মৃত্যুর ঘটনায় দেশটির রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন মিয়ানমারের রাষ্ট্রদূত। পরে ১১টা ৩৫মিনিটের দিকে বের হয়ে যান তিনি।
রাষ্ট্রদূতকে তলবের প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (মিয়ানমার অণু বিভাগ) মিয়া মো: মাইনুল কবির বলেন, রাষ্ট্রদূতের সাথে বৈঠক হয়েছে। প্রতিবাদ জানানোর জন্য আমরা তাকে ডেকে এনেছি।
দু’জনের মৃত্যুর ঘটনা ছাড়াও সীমান্তে চলমান পরিস্থিতির কারণে বাংলাদেশের উদ্বেগের কথা রাষ্ট্রদূতকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির লড়াই চলছে। এই ঘটনার জেরে বাংলাদেশে আশ্রয় নিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মোট ২২৯ জন সদস্য।
বাংলাদেশ সীমান্তে আশ্রয় নেয়া বিজিপি সদস্যদের ফিরিয়ে নিতে মিয়ানমার যোগাযোগ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এদিকে মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের সশস্ত্রবাহিনী ও বিজিবিকে (বর্ডার গার্ড বাংলাদেশ) ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আপনার মূল্যবান মতামত দিন: