বন্যা নিয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর 

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২৮ জুলাই ২০২০ ০৪:১১; আপডেট: ২১ মে ২০২৪ ০৯:৩২

করোনা পরিস্থিতিতে বন্যার বিষয়ে বেশি সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে, এ বিষয়টি মাথায় রেখে তা মোকাবিলার নির্দেশ দিয়েছেন তিনি। বন্যা শেষে সময়মতো কার্যকর পুনর্বাসন কর্মসূচি হাতে নেওয়ার ওপর জোর দিয়েছেন সরকারপ্রধান।

সোমবার (২৭ জুলাই) মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে বন্যা নিয়ে দীর্ঘ আলোচনার এক পর্যায়ে সংশ্লিষ্টদের এসব নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে প্রধানমন্ত্রী এবং সচিবালয় থেকে মন্ত্রিসভার সদস্যগণ বৈঠকে অংশ নেন। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের ক্লিয়ার ইন্সট্রাকশন দিয়েছেন, যত রকমের সাহায্য-সহযোগিতা মানুষের দরকার, সবগুলো করতে হবে। করোনার সময়ে যেহেতু বন্যা হচ্ছে, তাই একটু বেশি কেয়ারফুল থাকতে হবে। অলরেডি মাঠ পর্যায়ে প্রত্যেকটি মন্ত্রণালয়ের যে কর্মকর্তা-কর্মচারীরা কাজ করেন, তারা অবশ্যই সেখানে থাকবেন। বিশেষ করে পুনর্বাসন প্রোগ্রামগুলো যেন খুব ভালো হয়, খুব ইফেকটিভলি হয়, টাইমলি হয়—এ বিষয়ে প্রধানমন্ত্রী জোর দিতে বলেছেন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বিশেষ ইন্সট্রাকশন দিয়েছেন, রোপা আমনে যেন আমরা খুব অ্যাটেনটিভ থাকি। এর পুরো সুযোগটা যদি আমরা নিতে পারি, তাহলে বোরোতে যে এক্সেস প্রোডাকশন হয়েছে, আশা করা যাচ্ছে, আমন ও রোপা আমন মিলে আমাদের উৎপাদন ভালো হবে। সে ক্ষেত্রে আমাদের জন্য একটা বড় হাতিয়ার হবে। খাদ্যদ্রব্যে আমরা স্বয়ংসম্পূর্ণ আছি।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বন্যায় আমনের ক্ষতি হলেও পলির পড়ার সুফল কাজে লাগাতে কৃষি বিভাগের ব্লক সুপারভাইজারদের নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করছি, উঁচু এলাকায় আমনের ফলন ভালো হবে। কৃষিমন্ত্রী এ বিষয়ে আজকের বৈঠকে এক্সপ্লেইন করেছেন।’



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top