ইউএনডিপির নির্বাহী বোর্ডে নির্বাচিত বাংলাদেশ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০ ১৮:২৯; আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১৮:১৯

ফাইল ছবি

আন্তর্জাতিক পরিমন্ডলে আরেক ধাপে উন্নীত হল বাংলাদেশ। জাতিসংঘ সংস্থা ইউএনডিপি/ইউএনএফপিএ/ইউএনওপিএসে নির্বাহী বোর্ডের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

সংস্থার নির্বাহী বোর্ডের মেয়াদ শেষের দিকে হওয়ায় নতুন নির্বাহী বোর্ড গঠনে সোমবার (১৪ সেপ্টেম্বর) পরবর্তী দুই বছরের জন্য ডজাতিসংঘ সদর দফতরে ব্যালটের মাধ্যমে ৫৪ সদস্য বিশিষ্ট জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ইকোসক) অঙ্গ সংস্থাগুলোর নির্বাচন হয়।

নিরঙ্কুশ ভোটে নির্বাচিত হয় বাংলাদেশ। ফোরামের ৫৪ ভোটের মধ্যে ৫৩টি ভোট পেয়েছে বাংলাদেশ। একটি সদস্য দেশ ভোট দেয়ায় বিরত ছিল।

বাংলাদেশ পরবর্তী দুই বছরের দায়িত্ব পালনের জন্য নির্বাচিত হয়। ২০২১-২০২৩ মেয়াদের জন্য নির্বাচিত বাংলাদেশ ১ জানুয়ারি থেকে নির্বাহী বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব নেবে।

সংস্থাটির পাশাপাশি বাংলাদেশ জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউনিসেফ ও ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের সদস্য। ইউনিসেফ নির্বাহী বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা। খবর-যুগান্তর

  • এসএইচ


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top