নাটোরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৪ ১২:৫৪; আপডেট: ৫ আগস্ট ২০২৫ ০৫:২২

নাটোরের বড়াইগ্রামে দাঁড়িয়ে থাকা এক ট্রাকের পেছনে আরেক ট্রাক ধাক্কা দেওয়ায় একজন নিহত হয়েছেন। নিহত হেলপার জাহিদ আলী কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার গনিপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ৭টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রাণ তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, বৃহস্পতিবার সকালে আগ্রাণ এলাকায় বনপাড়ামুখী একটি ট্রাক এসে থেমে ছিল। এসময় চট্টগ্রাম থেকে রাজশাহীগামী খেজুর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এসময় পেছনের ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পেছনের ট্রাকের হেলপার জাহিদ আলী নিহত হন।
তিনি বলেন, দাঁড়িয়ে থাকা ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছেন। আর দুর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: