রাজশাহীতে ২৪ ঘণ্টায় ২১ জন গ্রেপ্তার

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ৩১ জুলাই ২০২৪ ০৮:৪৩; আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৯

ছবি : ফাইল

রাজশাহীতে ২৪ ঘণ্টায় ২১ জন গ্রেপ্তার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার জামিরুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

আরএমপির মুখপাত্র বলেন, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা আটজন, রাজপাড়া থানা দুজন, মতিহার থানা দুজন, কাটাখালী থানা একজন, শাহমখদুম থানা দুজন, কাশিয়াডাঙ্গা থানা তিনজন, দামকুড়া থানা একজন ও নগর ডিবি পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে পাঁচজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। অন্য ১৬ জনকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top