পবায় আওয়ামীলীগ সন্ত্রাসীর হাতে জামায়াত কর্মী খুন
পবা প্রতিনিধি: | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫ ২২:১৯; আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ০২:৪৬
রাজশাহীর পবা উপজেলার আলিগঞ্জ (পূর্বপাড়া) গ্রামে সুদের টাকার প্রতিবাদ করতে গিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীর হাতে মোঃ ওমর ফারুক শান্ত (৩০) নামের এক জামায়াত কর্মী নিহত হয়েছেন।
আজ বুধবার (১০ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম ইউনিয়নের আলিগঞ্জ (পূর্বপাড়া) গ্রামের বেলালের মাঠে কাছে ঘটনাটি সংঘটিত হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায় সিলিন্দা গ্রামের আব্দুল হালিমের সাথে খুনি নয়নের সুদের টাকা নিয়ে দ্বন্দ্ব চলছিল। তাদের বিবাদ মিমাংশার জন্য ওমর ফারুক শান্ত হালিমের পক্ষ নিয়ে সুদের প্রতিবাদ করে। এ নিয়ে পার্শ্ববর্তী গ্রাম বসুয়ার সুদ কারবারী নয়নের সাথে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আওয়ামীলীগ নেতা ও এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী নয়ন ও তার সহযোগিরা ওমর ফারুক শান্তকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
নিহত ওমর ফারুক শান্ত আলিগঞ্জ (পূর্বপাড়া) গ্রামের আব্দুস সাত্তারের পুত্র। তিনি এক সন্তানের জনক।

আপনার মূল্যবান মতামত দিন: