দীর্ঘ ছয় মাস পর খুলল মসজিদুল হারাম

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২০ ১৯:১৬; আপডেট: ৪ অক্টোবর ২০২০ ১৯:১৭

ছবিঃ (সংগৃহিত)

বিশ্ব মহামারী করোনাভাইরাসের প্রকোপে দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পবিত্র নগরী মক্কা। খবর আরব নিউজ

রোববার (০৪ অক্টোবর) ওমরাহ পালনকারীদের জন্য সীমিত পরিসরে মসজিদুল হারামের দরজা খুলে দেয়া হয়েছে।

তবে ওমরাহ চলাকালীন সময়ে মুসল্লিদের নিয়মকানুন মেনে চলার আহ্বান জানিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এবারের ওমরাহ পালন হবে তিনটি পর্যায়ে। প্রথম ধাপে শুধু সৌদি আরবের স্থানীয়রা রোববার থেকে এতে অংশ নিতে পারবেন।

ওমরার প্রথম পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে মোট ধারণক্ষমতার প্রায় ৩০ শতাংশ অর্থাৎ একদিনে ছয় হাজার জনকে পবিত্র মসজিদুল ঢোকার সুযোগ দেয়া হবে।

এরপরে দ্বিতীয় পর্যায়ে ১৮ অক্টোবর অংশগ্রহণ করবেন একদিনে সর্বোচ্চ ১৫ হাজার জন। এই সময়ে একসঙ্গে ৪০ হাজার মুসল্লি পবিত্র মসজিদুল হারামে ঢুকতে পারবেন, যা সম্মিলিতভাবে মোট ধারণক্ষমতার ৭৫ শতাংশ।

সর্বশেষ ধাপটি হবে ১ নভেম্বর। তখন থেকে সৌদি আরবে অবস্থান করা এবং বাইরে থেকেও হজ ও ইবাদতের উদ্দেশে সব মুসলিমকে মসজিদুল হারামে ঢুকতে দেয়া হবে। সেই সময় প্রতিদিন ২০ হাজার জন ওমরাহ হাজি এবং ৬০ হাজার ইবাদতকারীকে মসজিদুল হারামে ঢুকতে দেয়া হবে, যা মোট ধারণক্ষমতার সমান। খবর-যুগান্তর

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top