শনিবার থেকে শুরু হচ্ছে ফেডারেশন কাপ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২১ ০৬:৩৬; আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৪৬

ছবি-সংগৃহীত

স্বধীনতা কাপ ফুটবল শেষ হওয়ার পর ৬ দিন বিরতি দিয়ে আগামী শনিবার মাঠে গড়াচ্ছে মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট ফেডারেশন কাপ। সাধারণত ফেডারেশন কাপ দিয়ে মৌসুম শুরু হলেও স্বাধীনাতর সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাফুফে এবার মৌসুম শুরু করেছে স্বাধীনতা কাপ দিয়ে।

স্বাধীনতা কাপে তিনটি আমন্ত্রিত দল অংশ নিলেও ফেডারেশন কাপে খেলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১২ দল নিয়ে।


বসুন্ধরা কিংস, আবাহনী, মোহামেডান, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র, ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, সাইফ স্পোর্টিং ক্লাব, চট্টগ্রাম আবাহনী, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব, উত্তর বারিধারা ক্লাব ও স্বাধীনতা ক্রীড়া সংঘ- এই দলগুলো চার গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে ফেডারেশন কাপে।

টুর্নামেন্ট শুরুর আগে হবে দলগুলোর গ্রুপিং। বৃহস্পতিবার বাফুফে ভবনে ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠিত হবে। স্বাধীনতা কাপের মতো ফেডারেশনে কাপের খেলাগুলো অনুষ্ঠিত হবে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে।

 




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top