হেরেই চলছে নারী ভলিবল দল
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২১ ০৭:১৯; আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ১৩:০৬

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শনিবার নিজেদের তৃতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ। নেপালের কাছে ৩-০ সেটে (২৫-৫, ২৫-১৫, ২৫-১৭) হেরে যায় পান্না-সাবিনারা।
মেয়েদের বিভাগে এ নিয়ে টানা তিন ম্যাচ হারল বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে কিরগিজস্তানের কাছে ৩-০ সেটে হারের পর উজবেকিস্তানের কাছে ৩-০ সেটে (২৫-১১, ২৫-১৫, ২৫-১৪) হেরেছিল বাংলাদেশ।
আজ (শনিবার) বাংলাদেশ পুরুষ দলের খেলা ছিল না। আগামীকাল (রোববার) বাংলাদেশ পুরুষ দল মোকাবেলা করবে শ্রীলঙ্কার। এই ম্যাচের উপর বাংলাদেশের ফাইনাল নিশ্চিতের বিষয়টি নির্ভর করছে।
বিষয়: নারী ভলিবল দল
আপনার মূল্যবান মতামত দিন: