আইসিসির বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় সাকিব

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২১ ০৬:২৬; আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪ ২০:৩২

ফাইল ছবি

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০২১ সালের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের শীর্ষ তারকা সাকিব আল হাসান।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) পুরুষ বিভাগে ওয়ানডে সেরা বর্ষসেরা খেলোয়াড়ের এ তালিকা প্রকাশ করে আইসিসি। এতে নাম রাখা হয়েছে চারজনের।

সাকিব ছাড়া এ তালিকায় স্থান পেয়েছেন আরো ৩ ব্যাটার। তারা হলেন, পাকিস্তানের বাবর আজম, দক্ষিণ আফ্রিকার জানেমান মালান ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং।

২০২১ সালে ওয়ানডেতে ৯ ম্যাচে ৩৯.৫৭ গড়ে ২৭৭ রান করেছেন সাকিব। দুটি অর্ধশতক আছে এর মধ্যে। ১৭.৫২ গড়ে নিয়েছেন ১৭ উইকেট। বছরের শুরুতে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জেতানো পারফরম্যান্স করেন এই অলরাউন্ডার।

অন্যদিকে বাবর আজম এ বছর করেছেন ৪০৫ রান। তার এ রান এসেছে ৬টি ম্যাচ থেকে। আছে ২টি সেঞ্চুরি। তার ব্যাটিং এভারেজ ৬৭.৫০।

দক্ষিণ আফ্রিকার জানেমান মালান ২০২১ সালে ৮ ম্যাচে করেছেন ৫০৯ রান। তার এভারেজ ৮৪.৮৩।

পল স্টার্লিংয়ের ব্যাট থেকে এসেছে ৭০৫ রান। তার আছে ৩টি সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরি। তার এভারেজ ৭৯.৬৬।

 




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top