এবার সিরিজ জয়ের স্বপ্ন

ক্রাইস্টচার্চে শুরু হচ্ছে দ্বিতীয় ও শেষ টেস্ট

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২২ ২০:৩০; আপডেট: ১৩ মে ২০২৪ ০২:০৫

নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুই শহরের বে ওভাল মাঠে খুব বেশি টেস্ট খেলার অভিজ্ঞতা ছিল না কিউইদের। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের আগে ভেন্যুটিতে দুটি টেস্ট খেলেছিল তারা। ফলে উইকেট সম্পর্কে খুব একটা ধারণা ছিল না তাদের। কিন্তু ক্রাইস্টচার্চের উইকেট সম্পর্কে স্বাগতিকদের ধারণা স্পষ্ট। সেখানকার সবুজ ঘাসে কিউই পেসাররা আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠবেন। অবশ্য সাকিব আল হাসান মনে করেন, তেমন পরিস্থিতি হলে এবাদত-তাসকিন-শরিফুলও সুবিধা পাবেন।

শুক্রবার (৭ জানুয়ারি) ঢাকায় একটি অনুষ্ঠানে সাকিব বলেছেন, ‘সবুজ উইকেট হলেও আমাদের জন্য সুবিধা থাকবে। আমাদের যে তিন জন সিমার আছে, তারাও কিন্তু ভালো বোলিং করেছে। এছাড়া মিরাজ অসাধারণ বল করেছে। কিউইরা এটাও মাথায় রাখবে যে, আমাদের বোলারদেরও মোকাবিলা করতে হবে তাদের। তাছাড়া আগের টেস্ট জেতার পর স্বাভাবিকভাবেই আমাদের সবাই অনেক আত্মবিশ্বাসী থাকবে। আমি আশা করবো, ওই আত্মবিশ্বাস যেন কাজে লাগে। কাজে লাগতেই হবে ব্যাপারটা তেমন নয়। তবে কাজে লাগলে খুব ভালো হবে।’

বে ওভালের মতো ক্রাইস্টচার্চ টেস্টেও টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যারা টসে জিতে বোলিং করবে তারাই এগিয়ে থাকবে বলে মনে করেন সাকিব, ‘নতুন একটা ম্যাচ, প্রথম দিনটা গুরুত্বপূর্ণ হবে। টস জেতাটা গুরুত্বপূর্ণ হবে। আমার মনে হয়, টস জেতাটা এই টেস্টে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। কারণ নিউজিল্যান্ডে সবসময় দ্বিতীয়-তৃতীয় দিনে উইকেটটা খুবই ভালো থাকে। টসটা জিতে যদি ফিল্ডিং নেওয়া যায় তাহলে দলের জন্য সবচেয়ে ভালো হবে। টস না জিতলে হয়তো কাজটা কঠিন হবে। তবে আমার ধারণা, প্রথম টেস্টে জয় থেকে যে আত্মবিশ্বাস পেয়েছে আমাদের দল, সেটা তারা খুব ভালোভাবে কাজে লাগাতে পারবে।’

নতুন বছরে কিউইদের বিপক্ষে আট উইকেটের দারুণ এক জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। এই আত্মবিশ্বাস পুরো বছরে সাফল্য এনে দেবে বলে আশা সাকিবের, ‘বছরের শুরুটা যেভাবে হলো, অবিশ্বাস্য! এজন্য আমি খুবই আনন্দিত। দলের প্রত্যেক খেলোয়াড়, কোচিং স্টাফসহ সবাইকে এর কৃতিত্ব দিতে হবে। সবাই দারুণভাবে চেষ্টা করেছে। আমাদের আগের বছরটি ভালো যায়নি। এ বছরটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। শুরুটা যেহেতু এত ভালো হয়েছে, আশা করি সামনে আরও ভালো কিছু করা সম্ভব।’



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top