ঢাবিতে হামলার প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ আগস্ট ২০২১ ০১:১৫; আপডেট: ৩০ আগস্ট ২০২১ ০১:১৬
-2021-08-29-19-14-42.jpg)
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলা ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিসহ আটক নেতাদের মুক্তির দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।
রোববার (২৯ আগস্ট) বিকেলে এ দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাবি শাখা ছাত্রদল এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহি ও শামসুদ্দিন চৌধুরী সানিনের নেতৃত্বে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট থেকে শুরু হয়ে নগরীর অক্ট্রয় মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় আহ্বায়ক কমিটির সদস্য ফারুক হােসেন, আবির হাসান হিমেল, নাফিউল ইসলাম জীবন, সৌমেন রায়, তাকবীর আহমেদ ইমন, আবু জুয়েল, রাসেল রানা, আল আমিনসহ বিভিন্ন হল ও অনুষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: