ইবিতে নতুন দোকানের অনুমোদন দিল ছাত্রলীগ নেতা!

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২২ ১২:১৫; আপডেট: ১৩ মে ২০২৪ ২২:৪০

ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এলাকায় নতুন একটি দোকান করা হচ্ছে। তবে প্রশাসনের লিখিত অনুমতি ছাড়াই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বিপুল হোসাইন খানের অনুমতিতে দোকানটি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৫ জানুয়ারি) দুপুরে সরেজমিনে গিয়ে এই চিত্র দেখা যায়।

এস্টেট অফিস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে দোকান তৈরির ক্ষেত্রে অফিস থেকে লিখিত অনুমতি নিতে হয়। এছাড়াও প্রক্টর ও হল সংশ্লিষ্ট এলাকার ক্ষেত্রে প্রভোস্টের অনুমতি প্রয়োজন হয়। তবে বঙ্গবন্ধু হল সংলগ্ন এলাকায় গত এক সপ্তাহ ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই নতুন দোকান তৈরি করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করা ছাত্রলীগ নেতা বিপুলের অনুমতিতে দোকানটি করা হচ্ছে।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা বিপুল বলেন, এলাকার গরিব মানুষ। আমার বাড়ির পাশে তার বাড়ি। কি করে খাবে। তাই মানবিকতার বিষয় বিবেচনা করে দোকান করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে দোকানদার রিপন বলেন, আমি এসেস্ট অফিসে আবেদন জমা দিয়েছি। তবে তা গ্রহণযোগ্য হয়েছে কিনা জানি না।

এসেস্ট অফিসের প্রধান টিপু সুলতান বলেন, আমার অফিস থেকে কোন রকম লিখিত ও মৌখিক অনুমতি দেওয়া হয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মাহবুবুল আরফিন বলেন, দোকানের অনুমতি দেওয়া হয়নি। এটা বন্ধ করে দেওয়া হবে।

সূত্র: আর টিভি



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top