বাজারে আসছে গুগলের নতুন স্মাটফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ৪ আগস্ট ২০২০ ১৮:১৪; আপডেট: ১৮ মে ২০২৪ ০১:৫৭

নতুন স্মার্টফোন ৪জি ফিচার সম্বলিত 'পিক্সেল ফোর এ' বাজারে আনার ঘোষণা দিয়েছে গুগল। ৩ আগষ্টের দেওয়া ঘোষণায় গুগল জানিয়েছে, একই সাথে বছরের শেষের দিকে পাওয়া যাবে ৫জি 'পিক্সেল ফোর এ'। খবর পকেট লিংক এর।

পিক্সেল ফোর-এ তে ডুয়েল এক্সপোজার কন্ট্রোল নিয়ে ফিচারিং এইচডিআর+, পোট্রেইট মোড, টপ শট, নাইট সাইট এবং আস্ট্রোফটোগ্রাফীসহ ফিউজড ভিডিও স্ট্যাবিলাইজেশনের ফিচার পাবেন গ্রাহকরা।

পিক্সেল ফোর-এ এর ক্যামেরাতে একটি ১২.২ মেগাপিক্সেলের লেন্স দিলেও, লেন্সটি ডুয়াল পিক্সেল সেন্সর সম্বলিত।

অপটিক্যাল এবং ইলেকট্রনিক স্ট্যাবিলাইজেশন যোগ করাসহ এই ক্যামেরা সেন্সরে এফ১.৭ অ্যাপারচার দেওয়া হয়েছে।

ক্যামেরাটি এক সেকেন্ডে ৩০টি ফ্রেমে ৪কে (ফোর কে) রেজুলেশনে ভিডিও করতে সক্ষম। অন্যদিকে সামনের ক্যামেরায় দেওয়া হয়েছে এফ২.০ অ্যাপারচারের ৮ মেগাপিক্সেলের লেন্স।

৫.৮ ইঞ্চি ওলেড পাঞ্চ হোলে ডিসপ্লের কালো রঙ-এর এই স্মার্টফোনটি বাজারে এসেছে ৬জিবি র‍্যাম এবং ১২৮জিবি স্টোরেজ এবং ৩১৪০ মিলি-অ্যাম্পিয়ারের ব্যাটারি নিয়ে।

এদিকে ইউটিউব প্রিমিয়াম, গুগল প্লে পাসসহ গুগল ওয়ান বিনামূল্যে ব্যবহারের জন্য এই স্মার্টফোন গ্রাহককে ৩ মাসের জন্য ট্রায়াল এক্সেস দিবে গুগল।

৫জি ফিচার সম্বলিত 'পিক্সেল ফোর এ' এর বাজার মূল্য হবে ৪৯৯ মার্কিন ডলার। আর ৪জি ফিচারের স্মার্টফোনটি পাওয়া যাবে ৩৪৯ মার্কিন ডলারে।

৩ আগষ্ট থেকে 'পিক্সেল ফোর এ' প্রি অর্ডার করতে পারছেন আমেরিকানরা। ২০ আগষ্ট থেকে পাওয়া যাবে পুরো আমেরিকা জুড়ে। আর ১০ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার করা যাবে যুক্তরাজ্যে। যা বাজারে আসবে ১ অক্টোবর থেকে।

ক্রমান্বয়ে পাওয়া যাবে কানাডা, আয়ারল্যান্ড, জার্মানী, জাপান, তাইওয়ান এবং অস্ট্রেলিয়ায়।

#এনএস



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top