টিকটকের সেবা দিতে চায় ফেসবুক

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৬ আগস্ট ২০২০ ০১:২৩; আপডেট: ১৪ মার্চ ২০২৫ ০৪:৫০

ফাইল ছবি

তথ্য প্রুযক্তির জগতে জনপ্রিয়তার আরেক নাম 'টিকটক'। মিনি ভিডিও শেয়ারিং এর প্লাটফর্ম জায়গা করে নিয়েছে সর্ব মহলে। এ ক্ষেত্রে তাদের প্রতিদ্বন্দ্বিতার ধারেকাছেও নেই কোনো প্রতিষ্ঠান।

তবে ভারত ও যুক্তরাষ্ট্রে অন্য ভিডিও শেয়ারিং প্রতিষ্ঠান নিজেদের জায়গা নেয়ার চেষ্টা করছে। কারণ টিকটক ভারতে নিষিদ্ধ ও যুক্তরাষ্ট্রে ব্যবহারে রয়েছে বিধি-নিষেধ। টিকটকের বিকল্প নানা অ্যাপ এখন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে।

টিকটকের এই জায়গা দখল নিতে এবার এ স্রোতে গা ভাসাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকের অ্যাপের মধ্যেই টিকটকের মতো ভিডিও করার ফিচার যুক্ত করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

জনপ্রিয়তার শীর্ষে নিজেদের অবস্থান ধরে রাখতে হালের জনপ্রিয় অনেক ফিচার অনুকরণ করেছে ফেসবুক। এর আগে স্ন্যাপচ্যাটের জনপ্রিয় অনেক ফিচার ফেসবুকে যুক্ত হয়েছে। এবার টিকটকের ফিচার যুক্ত হচ্ছে। ফেসবুকের পক্ষ থেকে এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া না হলেও টিকটকের মতো ফিচার নিয়ে পরীক্ষার কথা ফাঁস করেছে বিশেষজ্ঞ ম্যাট নাভারা।

ফেসবুক-মালিকানায় ইনস্টাগ্রামে ইতিমধ্যে রিলস নামে ছোট ভিডিও শেয়ার করার ফিচার যুক্ত করা হয়েছে ফেসবুকের পক্ষ থেকে। এবার এ ধরনের ফিচারটি মূল ফেসবুক অ্যাপেও যুক্ত হতে পারে। এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এর ইন্টারফেস ও ফাংশনগুলো অনেকটাই টিকটকের মতো। পরবর্তী ভিডিও দেখার জন্য ব্যবহারকারীকে স্ক্রল করতে হয়।

আনুষ্ঠানিকভাবে নিজেদের এই কার্যক্রমের বিষয়টি জনসমক্ষে আনে নি তারা। তবে গুরুত্বপূর্ণ বাজারগুলোয় টিকটকের অনুপস্থিতির সুযোগ দিতে চাইবে তারা। বর্তমানে ভারতে এ ফিচার পরীক্ষাও শুরু করেছে তারা।

বর্তমানে মিনি ভিডিও সেবা মিলছে ইনস্টাগ্রাম রিলসে। অ্যাপটিতে টিকটকের মতো মিউজিক যুক্ত করে ভিডিও তৈরি করা যায়। এ ছাড়া এতে ১৫ সেকেন্ডের ভিডিও রেকর্ড ও সম্পাদনা করা সুযোগ রয়েছে। অন্য মানুষের অডিও ব্যবহার করার সুযোগও থাকছে। ইনস্টাগ্রাম প্রোফাইলে রিলস ট্যাবে ভিডিও পাওয়া যাবে। স্টোরিজে পোস্ট করা রিলসের স্টোরি ২৪ ঘণ্টা স্থায়ী হবে।

খবর-প্রথম আলো

এসএইচ



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top