রেকর্ড করল প্রয়াত বোসম্যানের শেষ টুইট
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২০ ০১:২৪; আপডেট: ১৫ মার্চ ২০২৫ ০৩:০০
-2020-08-31-19-22-52.jpg)
টুইটারে নতুন এক রেকর্ডের জন্ম দিল প্রয়াত চ্যাডউইক বোসম্যানের অ্যাকাউন্ট থেকে আসা শেষ টুইট। তার এই টুইটটি এখন প্ল্যাটফর্মটির সবচেয়ে বেশি লাইক পাওয়া টুইট।
সর্বশেষ ৭৭ লাখ লাইক সম্বৃদ্ধ রেকর্ডময় ওই টুইটে বোসম্যানের মারা যাওয়ার খবর জানিয়েছিল তার পরিবার।
বোসম্যানের এই টুইটটি রেকর্ড ভেংগেছে আগের সবচেয়ে বেশি লাইক পাওয়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস এবং মার্কিন সঙ্গীত শিল্পী আরিয়ানা গ্রান্ডের করা টুইটের।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বোসম্যান। চার বছর কোলন ক্যানসারের সঙ্গে যুদ্ধ করার পর মারা যান ৪৩ বছর বয়সী এই মার্কিন তারকা চ্যাডউইক বোসম্যান। মার্ভেল সিরিজের ‘ব্ল্যাক প্যান্থার” সিনেমাতে অভিনয় করে নিজেকে সুপারহিরো হিসেবে প্রতিষ্ঠা করেন তিনি। খবর-বিডিনিউজ
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: