ইনস্টাগ্রামে ভূয়া লাইক বন্ধে আদালতে ফেসবুক

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২০ ২২:৫৭; আপডেট: ১৭ মে ২০২৪ ২০:২৩

ফাইল ছবি

ফেসবুক মালিকানাধীন সামাজিক ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ভূয়া লাইকের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হল ফেসবুক।

সম্প্রতি অসাধুভাবে ভূয়া লাইক দেয়ার বিষয়টি নজরে আসে ফেসবুকের। ‘নাকরুটকা’ নামের একটি সেবার মাধ্যমে ‘বট এবং স্বচালিত সফটওয়্যার ব্যবহার করে ভুয়া লাইক, কমেন্ট, ভিউ এবং ফলোয়ার দেয়া হতো ইনস্টাগ্রামে।’

আদালতের দ্বারস্থ হয়ে এমন অসাধু কর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি জানায় ‘নাকরুটকা’-এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি ‘মোবিবার্ন’ নামের এক ডেভেলপারের বিরুদ্ধেও ম্যালিশাস সফটওয়্যার দিয়ে ডেটা হাতানোর অভিযোগে মামলা ঠুকেছে প্রতিষ্ঠানটি। ‘মোবিবার্ন’-এর ব্যাপারে নিরাপত্তা গবেষকরা ফেসবুককে সতর্ক করেছিলেন। তারা বলেছিলেন, ওই ডেভেলপার ‘ডিভাইস থেকে ফেসবুকের অনুরোধ করা ডেটা’ হাতিয়ে নেয়। এ ধরনের ডেটার মধ্যে ব্যক্তির নাম, সময়, বয়স, ই-মেইল আইডি ও লিঙ্গ সম্পর্কিত তথ্য থাকত। ‘মোবিবার্ন সফটওয়্যার’ ইনস্টল করার পরপরই বেহাত হয়ে যেত ডেটা। খবর-যুগান্তর

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top